বাংলাদেশ-নেপাল দ্বৈত কর পরিহার চুক্তি সই

দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ উপযোগী অধিকতর অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তি সই হয়েছে। এর ফলে, বিনিয়োগকারীকে একই অর্থ বা আয়ের জন্য দু’দেশেই কর দিতে হবে না।
Nepal and Bangladesh

দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ উপযোগী অধিকতর অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তি সই হয়েছে। এর ফলে, বিনিয়োগকারীকে একই অর্থ বা আয়ের জন্য দু’দেশেই কর দিতে হবে না।

গতকাল (৫ মার্চ) নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই চুক্তি সই হয়। চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এবং নেপালের পক্ষে সেদেশের রাজস্ব সচিব লাল শংকর ঘিমির নেতৃত্ব দেন।

গতকাল এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিনিয়োগ বাড়াতে এ চুক্তি সইয়ের প্রয়োজন ছিলো। চুক্তি সই হওয়ায় নেপালের জন্য বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। একইভাবে বাংলাদেশের বিনিয়োগকারীরাও নেপালে বিনিয়োগ করতে উৎসাহী হবেন।

প্রসঙ্গত, একই ব্যক্তি বা সংস্থা ও প্রতিষ্ঠানের আয়ের ওপর যাতে দুই দফা কর দিতে না হয়, সে লক্ষ্যে বিশ্বব্যাপী দ্বিপক্ষীয় ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি হয়ে থাকে। বর্তমানে ৩৫টি দেশের সঙ্গে বাংলাদেশের এ ধরনের চুক্তি রয়েছে।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

15h ago