কুমিল্লা হত্যা মামলা: খালেদার ছয় মাসের জামিন
কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বাসে আগুন দিয়ে আটজনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ (৬ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
তবে, অপর তিনটি মামলায় গ্রেপ্তার থাকায় খালেদা জিয়া এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ব্যারিস্টার ইহসানুর রহমান।
এর আগে, খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী হাইকোর্টকে জানান যে, মামলার প্রাথমিক বিবরণীতে তার মক্কেলের নাম উল্লেখ ছিলো না এবং তার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ নেই।
তবে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এর বিরোধিতা করে বলেন, বাসে আগুন দিতে উৎসাহিত করেছেন খালেদা জিয়া, এর সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। ওই ঘটনায় আটজন নিহত এবং আরও ২৫ ব্যক্তি আহত হন বলেও জানান তিনি।
Comments