ষড়ঋতুর গান নিয়ে কুমার বিশ্বজিৎ
পহেলা বৈশাখে নতুন গান নিয়ে আসছেন কুমার বিশ্বজিৎ। গানটির কথা লিখেছেন বিপ্লব সাহা এবং সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওতেও মডেল হিসেবে দেখা যাবে কুমার বিশ্বজিৎকে।
গানটির ভিডিওতে আরও দেখা যাবে ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূঁইয়া, মনোজ কুমার, নাবিলা, মডেল আসিফ খান এবং শাহেদ ফারহানসহ অনেকেই।
কুমার বিশ্বজিৎ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “মাস দেড়েক আগে গানটার রেকর্ড করা হয়েছে। দেশীয় ঐতিহ্য ও উৎসবের গান এটি। অনেক বর্ণিল গানের কথাগুলো।”
গানটিতে বাংলাদেশের ষড়ঋতুর কথা বলা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “বৈশাখ ছাড়াও যেকোনো উৎসবে গানটি ব্যবহার করা যাবে।”
এছাড়াও, পহেলা বৈশাখ উপলক্ষে সিলেটের টেকেরহাট অঞ্চলের বাউল সেকেন্ড শাহ’র একটি গান কণ্ঠে তুলে নিয়েছেন কুমার বিশ্বজিৎ।
Comments