মায়ের সঙ্গে লাইভে প্রথমবার
মা ও মেয়ে- ন্যান্সি ও রোদেলা- প্রথমবার টিভি চ্যানেলের লাইভে অংশ নিচ্ছেন। যেখানে সংগীতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি মা-মেয়ের নানা বিষয় উঠে আসবে।
অনুষ্ঠানটিতে জানা যাবে মেয়েকে নিয়ে ন্যান্সির ভবিষ্যৎ ভাবনা। সেই সঙ্গে গান তো থাকবেই।
আরিফ হোসেনের প্রযোজনায় ও ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় ‘সকাল বেলার রোদ্দুর’ নামের অনুষ্ঠানটি প্রচার করা হবে আগামীকাল (৭ মার্চ) সকাল ১১টায় বাংলা ভিশনে।
সম্প্রতি, রোদেলা নিজের কণ্ঠে গাওয়া জাতীয়কবি কাজী নজরুল ইসলামের ‘প্রজাপতি প্রজাপতি’ গানটি প্রকাশ করেছে ইউটিউবে। তার গাওয়া সেই গানে হামিং দিয়েছেন ন্যান্সি।
ন্যান্সি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “প্রথমবার মা-মেয়ে একসঙ্গে টিভি চ্যানেলের এমন অনুষ্ঠানে হাজির হচ্ছি। বিষয়টি নিয়ে রোদেলা বেশ উচ্ছ্বসিত।”
বিনোদন অঙ্গনে রোদেলার পথ চলা সুন্দর হবে বলেও আশা করেন সংগীতশিল্পী ন্যান্সি।
আরও পড়ুন:
Comments