বৃষ্টি, রোহানসহ ১১ জনের লাশ ডিএনএ পরীক্ষায় সনাক্ত
পুরান ঢাকার চকবাজারে আগুনে পুড়ে মারা যাওয়া আরও ১১ জনের মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত করা হয়েছে। এই দেহগুলো এমনভাবে দগ্ধ হয়েছিল যে চেহারা দেখে তাদের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তাই স্বজনদের ডিএনএ নমুনার সঙ্গে মিলিয়ে লাশগুলো সনাক্ত করা হয়েছে।
এর মধ্যে কলেজ ছাত্রী বৃষ্টি ও বিশ্ববিদ্যালয় ছাত্র রোহানের লাশ রয়েছে। ফাতেমা-তুজ-জোহরা (বৃষ্টি) গার্হস্থ্য অর্থনীতি কলেজের আর তানজিল হাসান খান রোহান ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবরেটরিতে ডিএনএ পরীক্ষার কাজটি সম্পন্ন হয়েছে। ডিএনএ ল্যবরেটরির স্পেশাল সুপারিনটেনডেন্ট রুমানা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেছেন, আমরা ২০ জনের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে দাবিদার ৪০ জনের ডিএনএ নমুনার সঙ্গে মিলিয়ে দেখেছি। এভাবে ১১ জনের মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরও বলেন, যে ৯ মরদেহের পরিচয় সনাক্ত হয়নি সেটি আগামী ১০ দিনের মধ্যে হয়ে যাবে। ১১ জনের মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার ব্যাপারে সিআইডি ইতিমধ্যে এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন দেওয়া হয়েছে।
Comments