চোটে তামিমও, স্কোয়াডে নেই বিকল্প আর কোন ব্যাটসম্যান
চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় দ্বিতীয় টেস্টেও নেই মুশফিকুর রহিম। এই পর্যন্ত থাকলেও সয়ে যাওয়ার মতো হতো। ওয়েলিংটন টেস্টের আগের দিন জানা গেল কুঁচকির চোটে ভুগছেন তামিম ইকবালও। যদি কোন কারণে তিনি খেলতে না পারেন তাহলে স্কোয়াডে বিকল্প যে আর কোন ব্যাটসম্যানই নেই!
চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় দ্বিতীয় টেস্টেও নেই মুশফিকুর রহিম। এই পর্যন্ত থাকলেও সয়ে যাওয়ার মতো হতো। ওয়েলিংটন টেস্টের আগের দিন জানা গেল কুঁচকির চোটে ভুগছেন তামিম ইকবালও। যদি কোন কারণে তিনি খেলতে না পারেন তাহলে স্কোয়াডে বিকল্প যে আর কোন ব্যাটসম্যানই নেই!
এবার নিউজিল্যান্ড সফরের আগে থেকেই চোট পিছু নিয়েছে বাংলাদেশের। বিপিএলের ফাইনালে চোটে পড়ে নিউজিল্যান্ড যেতে পারেননি টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তৃতীয় টেস্টে তার ফেরার সম্ভাবনা আছে। নিউজিল্যান্ডে গিয়েও একের পর এক চোট। প্রথম দুই ওয়ানডেতে দুই ফিফটি করা মোহাম্মদ মিঠুন চোটে পড়ে ছিটকে যান শেষ ওয়ানডে থেকে। তার সঙ্গে চোটে পড়েন মুশফিকুর রহিমও।
ওয়ানডে স্কোয়াডে তড়িঘড়ি নেওয়া হয়ছিল মুমিনুল হককে। মিঠুন প্রথম টেস্টের আগে সেরে উঠলেও মুশফিকও এখনো আছেন খেলার বাইরে। ওয়ানডে সিরিজের পর তাই সৌম্য সরকারকেও টেস্টের জন্য রেখে দেওয়া হয়েছিল। তিনি প্রথম টেস্টে দারুণ খেলে দুশ্চিন্তা কমিয়েছেন বটে। তবে নতুন করে তামিমের চোটে খবর দলকে দিচ্ছে চরম বিড়ম্বনায় পড়ার আভাস।
স্কোয়াডে থাকা বাকি সবাই যে মূলত বোলার। দুই স্পিনার নাঈম হাসান, তাইজুল ইসলাম ও পেসার মোস্তাফিজুর রহমান আছেন খেলার অপেক্ষায়। যদি তামিম ওয়েলিংটনে খেলতে না পারেন তাহলে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান কম নিয়েই নামতে হবে বাংলাদেশকে।
তবে চোট থাকলেও তামিমকে পাওয়ার আশা করছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, 'ইনজুরি তো আসলে খেলার অংশ। এটা হয়ে গেলে কিছু করার থাকে না। কিন্তু আমি আশাবাদী তামিমের ব্যাপারে। হয়ত হালকা সমস্যা আছে। আজ ব্যাট করবে, দেখবে কোন অস্বস্তি থাকে কিনা।'
এবার নিউজিল্যান্ড সফরের আগে থেকেই চোট পিছু নিয়েছে বাংলাদেশের। বিপিএলের ফাইনালে চোটে পড়ে নিউজিল্যান্ড যেতে পারেননি টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তৃতীয় টেস্টে তার ফেরার সম্ভাবনা আছে। নিউজিল্যান্ডে গিয়েও একের পর এক চোট। প্রথম দুই ওয়ানডেতে দুই ফিফটি করা মোহাম্মদ মিঠুন চোটে পড়ে ছিটকে যান শেষ ওয়ানডে থেকে। তার সঙ্গে চোটে পড়েন মুশফিকুর রহিমও।
ওয়ানডে স্কোয়াডে তড়িঘড়ি নেওয়া হয়ছিল মুমিনুল হককে। মিঠুন প্রথম টেস্টের আগে সেরে উঠলেও মুশফিকও এখনো আছেন খেলার বাইরে। ওয়ানডে সিরিজের পর তাই সৌম্য সরকারকেও টেস্টের জন্য রেখে দেওয়া হয়েছিল। তিনি প্রথম টেস্টে দারুণ খেলে দুশ্চিন্তা কমিয়েছেন বটে। তবে নতুন করে তামিমের চোটে খবর দলকে দিচ্ছে চরম বিড়ম্বনায় পড়ার আভাস।
স্কোয়াডে থাকা বাকি সবাই যে মূলত বোলার। দুই স্পিনার নাঈম হাসান, তাইজুল ইসলাম ও পেসার মোস্তাফিজুর রহমান আছেন খেলার অপেক্ষায়। যদি তামিম ওয়েলিংটনে খেলতে না পারেন তাহলে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান কম নিয়েই নামতে হবে বাংলাদেশকে।
তবে চোট থাকলেও তামিমকে পাওয়ার আশা করছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, 'ইনজুরি তো আসলে খেলার অংশ। এটা হয়ে গেলে কিছু করার থাকে না। কিন্তু আমি আশাবাদী তামিমের ব্যাপারে। হয়ত হালকা সমস্যা আছে। আজ ব্যাট করবে, দেখবে কোন অস্বস্তি থাকে কিনা।'
শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
Comments