কুমার বিশ্বজিৎ এর একাল-সেকাল
বাংলাদেশের সংগীতাঙ্গণে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এর অবদান তাকে শ্রোতাদের মনে দিয়েছে স্থায়ী আসন। তার অসাধারণ ব্যক্তিত্ব তাকে করেছে অনুস্মরণীয়। দ্য ডেইলি স্টারের ‘আনসেন্সরড উইথ রাফি হোসেন’ অনুষ্ঠানে কুমার বিশ্বজিৎ তুলে ধরেছেন তার একাল-সেকাল। বলেছেন বাংলাদেশি গানের জগত নিয়ে তার ভাবনা।
Comments