ঢাকা উত্তরের মেয়র হিসেবে আতিকুলের শপথ গ্রহণ

Atiqul Islam
৭ মার্চ ২০১৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে নির্বাচিত ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে শপথ নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী আতিকুল ইসলাম।

আজ (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করান।

গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচিত নতুন ওয়ার্ডের কমিশনারদের সেসময় শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

নৌকা প্রতীক নিয়ে আতিকুল ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পেয়ে ডিএনসিসি মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ।

উল্লেখ্য, বিরোধী বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনে অংশ নেয়নি।

Comments