ঢাকায় রাসায়নিক পদার্থের গুদাম থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ঢাকা মহানগরীতে কোনো রাসায়নিক পদার্থের গুদাম থাকতে দেবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এক্ষেত্রে কোনো বাধা সহ্য করা হবে না।
PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ঢাকা মহানগরীতে কোনো রাসায়নিক পদার্থের গুদাম থাকতে দেবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এক্ষেত্রে কোনো বাধা সহ্য করা হবে না।

তিনি বলেন, “নিমতলী ট্রাজেডির পরে চকবাজারে এধরণের দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। আমরা অবশ্যই রাজধানী থেকে গুদাম সরিয়ে দেব এবং এ ক্ষেত্রে আমরা কোন বাধা মানব না।”

আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলর এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নব নির্বাচিত কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

শেখ হাসিনা বলেন, আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম স্থাপন করা যাবে না। “রাসায়নিক ব্যবসায়ীরা তাদের শোরুম রাখতে পারবেন এবং সেখান থেকে তাদের পণ্য বিক্রি করতে পারবেন।”

তিনি বলেন, সরকার রাসায়নিক গুদামের জন্য পৃথক জায়গার ব্যবস্থা করবে যাতে দাহ্যবস্তু সেখানে নিরাপদে রাখা যায়।

চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, “আমরা রাসায়নিক গুদাম মালিকদের জন্য পৃথক জায়গা খুঁজছি এবং আমরা তাদের ব্যবসার ক্ষতি করতে চাই না।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান। এ সময় ডিএনসিসি’র ২৬ কাউন্সিলর এবং ডিএসসিসি’র ২৪ জন নবনির্বাচিত কাউন্সিলর এলজিআরডি ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে শপথ নেন।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

13m ago