বহিষ্কৃত হলেও সুলতান মনসুরের সংসদ সদস্যপদ থাকবে: এটর্নি জেনারেল

এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সুলতান মোহাম্মদ মনসুর দল থেকে বহিষ্কৃত হলেও তার সংসদ সদস্য পদ বহাল থাকবে। কারণ, তিনি নিজে দল থেকে পদত্যাগ করেননি অথবা সংসদে নিজের দলের বিরুদ্ধে ভোট প্রদান করেননি।
Jatiya Sangsad
জাতীয় সংসদ। ছবি: স্টার ফাইল ফটো

এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সুলতান মোহাম্মদ মনসুর দল থেকে বহিষ্কৃত হলেও তার সংসদ সদস্য পদ বহাল থাকবে। কারণ, তিনি নিজে দল থেকে পদত্যাগ করেননি অথবা সংসদে নিজের দলের বিরুদ্ধে ভোট প্রদান করেননি।

এই দুটি কারণে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী একজন সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। দল থেকে বহিষ্কার হওয়ায় এই অনুচ্ছেদের বিধান তার ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না জানতে চাইলে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে এই কথা জানান এটর্নি জেনারেল।

দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আজ স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে সংসদ হিসেবে শপথ গ্রহণ করেছেন সুলতান মনসুর। এর কয়েক ঘণ্টার মধ্যেই দল থেকে তাকে বহিষ্কার করার কথা জানান গণোফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোন ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হলে তিনি যদি- (ক) ওই দল থেকে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন; তবে তার আসন শূন্য হবে। তবে এক্ষেত্রে পরবর্তী কোনো নির্বাচনের জন্য তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন না।

এটর্নি জেনারেল আরও বলেন, গণফোরাম থেকে সুলতান মনসুর ছাড়া আর কেউ সংসদে নেই। তাই দলটির অন্য কেউ তার তার সংসদ পদ বাতিল করতে পারবেন না।

Comments

The Daily Star  | English

Bangladesh ranks 84th among 127 countries in Global Hunger Index

The level of hunger in Bangladesh this year has been categorised as "moderate"

1h ago