মেসির অভিমান তবে ভাঙল!
বিশ্বকাপে ফ্রান্সের কাছে দল হেরে যাওয়ার পর আর আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে চাপাননি লিওনেল মেসি। এরপর কেটে যাচ্ছিল মাসের পর মাস। অনেকগুলো প্রীতি ম্যাচে থেকেছেন বাইরে। মেসিকে আর ফিরবেন, এমন জল্পনাও ডানা মিলছিল। অবশেষে আট মাস ছয় দিন পর ফের প্রিয় জার্সিতে ফেরার খবর দিয়েছেন মেসি।
বিশ্বকাপে ফ্রান্সের কাছে দল হেরে যাওয়ার পর আর আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে চাপাননি লিওনেল মেসি। এরপর কেটে যাচ্ছিল মাসের পর মাস। অনেকগুলো প্রীতি ম্যাচে থেকেছেন বাইরে। মেসিকে আর ফিরবেন, এমন জল্পনাও ডানা মিলছিল। অবশেষে আট মাস ছয় দিন পর ফের প্রিয় জার্সিতে ফেরার খবর দিয়েছেন মেসি।
কোচ লিওনেল স্কলোনি ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দলে বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে রেখেই দল ঘোষণা করেছেন। দলে ফিরেছেন ডি মারিয়াও । আগামী জুন মাসে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার আগে মেসি-ডি মারিয়ার ফেরা আর্জেন্টিনার জন্য বড় সুখবরই বটে।
মেসিকে দলে রাখার পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ বলেছেন, 'মেসিকে ডেকেছি। তবে সে দুই ম্যাচই নাকি এক ম্যাচ খেলবে এটা পরে সিদ্ধান্ত নিব। ক্লাবে প্রচুর ম্যাচ খেলে অনেক ক্লান্ত সে তবু মেসি নিজেই ফিরতে চেয়েছে। আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ।'
আগামী ২২ মার্চ মাদ্রিদে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ২৬ মার্চ সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ মরক্কো।
মেসিকে দলে রাখার পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ বলেছেন, 'মেসিকে ডেকেছি। তবে সে দুই ম্যাচই নাকি এক ম্যাচ খেলবে এটা পরে সিদ্ধান্ত নিব। ক্লাবে প্রচুর ম্যাচ খেলে অনেক ক্লান্ত সে তবু মেসি নিজেই ফিরতে চেয়েছে। আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ।'
আগামী ২২ মার্চ মাদ্রিদে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ২৬ মার্চ সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ মরক্কো।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: আগুস্তিন মার্চেসিন (ক্লাব আমেরিকা), হুয়ান মুসো (উদিনেসে),এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।
ডিফেন্ডার: হেরমান পেজ্জালা (ফিওরেন্তিনা), গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), হুয়ান ফয়েথ (টটেনহ্যাম), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি),ওয়াল্টার কানেমান (গ্রেমিও), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস অ্যাকুনা (স্পোর্টিং লিসবন), গঞ্জালো মনতিয়েল (রিভার প্লেট), রেনজো সারাভিয়া (রেসিং ক্লাব), লিসান্দ্রো মার্টিনেজ (ডিফেন্সা হুস্তিসিয়া) ।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেজ (পিএসজি), গুইদো রদ্রিগেজ (আমেরিকা), জিওভান্নি লো চেলসো (রিয়াল বেটিস), মানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), আঙ্গেল দি মারিয়া (পিএসজি), মাতিয়াস জারাক্কো (রেসিং ক্লাব), আইভান মার্কোনে (বোকা জুনিয়র্স), ডোমিঙ্গো ব্লাঙ্কো (ডিফেন্সা হুস্তিসিয়া), রদ্রিগো দে পল (উদিনেজে)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), গঞ্জালো মার্টিনেজ (আটলান্টা ইউনাইটেড), অ্যাঙ্গেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), দারিও বেনেদেত্তো (বোকা জুনিয়র্স), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), মাতিয়াস সুয়ারেজ (রিভার প্লেট)।
Comments