ঢাবির ফজলুল হক হল প্রাধ্যক্ষ মিজানুর রহমানের পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মিজানুর রহমান। আজ (৮ মার্চ) বিকেলে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বরাবর ওই পদত্যাগপত্র জমা দেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
আজ দুপুরে হলের মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে মিজানুর রহমানের ছেলে ‘বেয়াদবি’ করছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে হলের আবাসিক শিক্ষার্থীরা মিজানুর রহমান ও তার ছেলেকে হল অফিসে দুই ঘণ্টা আটকে রাখেন এবং মিজানুর রহমানের পদত্যাগের দাবি তোলেন।
বাংলা দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, ‘মর্যাদাহানির দুঃখে’ পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান।
ড. মিজানুর রহমানের অভিযোগ, হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মী ও হল সংসদে দেওয়া ছাত্রলীগ প্যানেলের প্রার্থীদের দ্বারা তার মর্যাদাহানি হয়েছে।
এসময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
Comments