কাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে: চিকিৎসক
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
সিঙ্গাপুরে কাদেরের সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নাসার রিজভী বলেন, “তার কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে।”
মাউন্ট এলিজাবেথ হাসপাতালের এক চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, “ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে এবং সর্বোপরি ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে এগুচ্ছে।”
আগামীকাল স্থানীয় সময় বেলা ১১টায় কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ফিলিপ কোহ চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানাবেন।
বিএসএমএমইউ-এ চিকিৎসার পর ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার খানিক উন্নতি হলে ভারতের বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক দেবী শেঠিকে গত ৪ মার্চ দুপুরে ঢাকায় আনা হয়। তার পরামর্শক্রমে সেদিনই বিকালে কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত ২ মার্চ সকালে হঠাৎ শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে বিএসএমএমইউ-এ ভর্তি হন সেতুমন্ত্রী।
Comments