বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় দিনও
প্রথম দিনের মতো ওয়েলিটংন টেস্টের দ্বিতীয় দিনের পুরোটাই ভেসে গেছে বৃষ্টিতে। দুই দিনেও হতে পারেনি এমনকি টসও।
আগের দিন পরিত্যক্ত হওয়ায় এদিন আধাঘণ্টা আগে টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির দাপট আগের মতই থাকায় মাঠে নামারই পরিস্থিতি ছিল না। আগের দিনের অবিরাম ধারা বইতে থেকে ক্রমাগত।
স্থানীয় সময় বেলা তিনটায় বৃষ্টি থামলে গ্রাউন্ডসম্যানরা চালান মাঠ পরিচর্যার চেষ্টা। স্থানীয় সময় বেলা ৩টা থেকে বৃষ্টি থেমে গেলে মাঠ পরিচর্যা কর্মীরা জমে থাকা পানি সরিয়ে মাঠ খেলার উপযুক্ত করতে কাজ করছিলেন, এই সময় দুদলের খেলোয়াড়রাও মাঠে নেমে চালান ওয়ার্মআপ। তবে কিন্তু এরমধ্যে ফের নামে বৃষ্টি। তাতে ফুরিয়ে যায় আশা।
আম্পায়াররা দ্বিতীয় দিনের খেলাও তাই পরিত্যক্ত করার ঘোষণা দেন। বৃষ্টি না থাকলে তৃতীয় দিনে আধাঘণ্টা আগে টস হবে।
Comments