সানি-রেজার তোপের পর সাইফ-ফরহাদের ঝলক
দারুণ বল করে প্রতিপক্ষকে অল্প রানে বেধে রাখলেন ফরহাদ রেজা আর আরাফাত সানি। অল্প পূঁজি পেরুতে প্রতিপক্ষকে আর কোন সুযোগই দেননি সাইফ হাসান আর ফরহাদ হোসেন। তাদের নৈপুণ্যে অনায়াসে ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে প্রাইম দোলেশ্বর।
শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। আগে ব্যাট করে শাইনপুকুরের করা ১৭৬ রান পেরুতে কেবল সৈকত আলির উইকেট হারাতে হয় দোলেশ্বরকে।
টস জিতে শাইনপুকুরকেই আগে ব্যাট করতে পাঠান ফরহাদ রেজা। তার মিডিয়াম পেস আর আরাফাত সানির স্পিনে শাইনপুকুরের টপ অর্ডারে লাগে মড়ক। মাত্র ৫৯ রানেই ৫ উইকেট খুইয়ে বসে তারা। সেখান থেকে প্রতিরোধ গড়েছিলেন দেলোয়ার হোসেন। তবে তাতেও বড় পূঁজি পাওয়া হয়নি তাদের।
১৭৬ রানের মামুলি লক্ষ্যে নেমে দুই ওপেনার সৈকত আর সাইফ আনেন সতর্ক শুরু। দলের ৫৭ রানে ২৩ রান করা সৈকত ফিরলেও সাইফ ছিলেন অটল। কোন তাড়াহুড়ো না করে তুলে নেন ফিফটি। ওয়ানডাউনে নামা ফরহাদ হোসেনের সঙ্গে ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করে দিয়ে আসেন তিনি।
সাইফ ১৩২ বলে অপরাজিত থাকেন ৮৩ রানে। ফহাদ ০১ বলে অপরাজিত ছিলেন ৬৬ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪৭.১ ওভারে ১৭৫ ( শুভ ৫, সাব্বির ৩১, আফিফ ১৩, তৌহিদ ৩৩, শুভাগত ২, ইয়াসপাল ১, ধীমান ২৪, দেলোয়ার ৪০*, টিপু ১৪, সুজন ৩, শরিফুল ১; সানি ২/৩১, রেজা ৩/৩২, মাহমুদুল ১/১৮, সৈকত ০/৪, সাদ ০/৩৬, এনামুল জুনিয়র ১/৩৬)
প্রাইম দোলেশ্বর: ৪৩.৪ ওভারে ১৭৬/১ (সৈকত ২৩, সাইফ ৮৩*, ফরহাদ ৬৬*; সুজন ০/২৬, শরিফুল ০/৩৩, দেলোয়ার ০/১৭, শুভ ১/১৮, টিপু ০/২৩, শুভাগত ০/২২, আফিফ ০/২৬, ইয়াসপাল ০/৯)
ফল: প্রাইম দোলেশ্বর ৯ উইকেটে জয়ী।
Comments