সিরাজগঞ্জে এক কেন্দ্রে ভোট স্থগিত, ৩ নির্বাচন কর্মকর্তা আটক

upazila parishad election

ভোট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ ওঠায় সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে কর্তৃপক্ষ।

সিরাজগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেনের বরাতে আমাদের পাবনা সংবাদদাতা জানান, এসব ‘অনিয়মে’ জড়িত থাকার অভিযোগে তিন নির্বাচন কর্মকর্তাকে আটক করা হয়েছে।

আজ (১০ মার্চ) সকালে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণকালে নানা অভিযোগ আসার প্রেক্ষিতে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানান আবুল হোসেন।

আটক তিন নির্বাচন কর্মকর্তা হলেন, প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন, সহকারী প্রিসাইডিং অফিসার বেলাল হোসেন এবং আব্দুল আলীম।

উল্লেখ্য, আজ প্রথম ধাপে দেশের ১২ জেলার ৭৮ উপজেলায় নির্বাচন হচ্ছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় তা কোনো বিরতি ছাড়া চলবে বিকাল ৪টা পর্যন্ত।

Comments

The Daily Star  | English
Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

1h ago