ডাকসু নির্বাচনের একদিন আগেও বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ভোটগ্রহণের সময় চার ঘণ্টা বাড়ানো ও স্বচ্ছ ভোটবাক্সের ব্যবস্থা করা, ভোটের দিন সকালে ব্যালট পেপার ও বাক্স ভোটকেন্দ্রে প্রেরণসহ সাত দফা দাবি জানিয়েছে বামপন্থী, কোটা সংস্কার ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা।
স্লোগান দিয়ে উপাচার্য মো. আখতারুজ্জামানের কাছে দাবিসম্বলিত স্মারকলিপি দিয়ে তারা বলেছেন, ভিন্ন প্যানেল থেকে প্রার্থী হলেও তারা শিক্ষার্থীদের ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ। নির্বাচনে অনিয়ম হলে শিক্ষার্থীদের নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবেন।
প্রার্থীরা বলেন যে ব্যালট পেপার ও বাক্স নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে প্রেরণের দাবি তারা অনেক আগেই জানিয়ে রেখেছিলেন। কিন্তু আজ বিকেলেই ভোটের সরঞ্জাম হলের ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। তাদের আশঙ্কা, এর ফলে আগের রাতেই ভোট চুরি হয়ে যাওয়ার সুযোগ থেকে গেল।
নির্বাচন সুষ্ঠু করার জন্য সাত দফা দাবির কথা পড়ে শোনান প্রগতিশীল ছাত্র ঐক্য প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী লিটন নন্দী। তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে, ভোট গ্রহণের সময় আরও চার ঘণ্টা বাড়ানো, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার, পোলিং বুথ ছাড়া ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার, পোলিং এজেন্ট নিয়োগের অনুমতি প্রদান, নির্বাচন পর্যবেক্ষক ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, সকাল থেকে সকল রুটে পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা ও ভোটের দিন অর্থাৎ সোমবার সকালে ভোটকেন্দ্রে ব্যালট ও ভোটবাক্স প্রেরণ করতে হবে।
এসময় স্বাধীকার স্বতন্ত্র পরিষদ প্যানেলের জিএস প্রার্থী এ আর এম আসিফুর রহমান, স্বতন্ত্র জোট প্যানেলের ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান, ছাত্র ফেডারেশন সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজির, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী নুরুল হক নুর ও অন্যান্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
Comments