কৌতিনহোকে সমর্থকদের প্রতিক্রিয়া মেনে নিতে বললেন পিকে
প্রায় বছর দেড়েক হতে চলেছে লিভারপুল থেকে ফিলিপ কৌতিনহোকে উড়িয়ে এনেছে বার্সেলোনা। তাকে পেতে খরচ করতে হয়েছে বেশ মোটা দাগে। ১৪২ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফির পাশাপাশি বেতনটাও চড়া। কিন্তু এতো টাকা খরচ করে আনা খেলোয়াড় সে অর্থে পারফরম্যান্স করতে পারছেন কোথায়? তাই মাঝে মধ্যেই সমর্থকদের দুয়ো শুনতে হচ্ছে তাকে। আর এতে উল্টো প্রতিক্রিয়া না দেখিয়ে স্বাভাবিকভাবে মেনে নিতে বললেন দলের অন্যতম সেরা তারকা জেরার্দ পিকে।
আসলে মাঠে সময়টা বেশ বাজে যাচ্ছে কৌতিনহোর। গোলের দেখা মিলছে না। মাঠেও নেই সেরা ছন্দে। চলতি মৌসুমে মাত্র ৮ গোল দিতে পেরেছেন তিনি। আর গত অক্টোবর থেকে এখন পর্যন্ত মাত্র ৩টি। এ পরিসংখ্যানই বলে দেয় কি কঠিন সময় পার করছেন এ ব্রাজিলিয়ান। আগের দিন রায়া ভায়েকানোর বিপক্ষে মেসির পাস থেকে ফাঁকায় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কিন্তু এতো চড়া মূল্যে কেনা খেলোয়াড়ের এমন বিবর্ণ পারফরম্যান্স সমর্থকরা মানতেই যাবেন কেন?
তাই এ সময়ে মেজাজ শান্ত রাখার পরামর্শ দিয়েছেন পিকে, ‘ফিলিপ (কৌতিনহো) এখানে ভালো মৌসুম কাটাচ্ছে। অবশ্যই তার মূল্য অনেক বেশি। এর মানে তার কাছ থেকে পারফরম্যান্সের লেভেলের প্রত্যাশাটাও অনেক বেশি। এটাই। তাই আমাদের সমর্থকদের প্রতিক্রিয়া মেনে নিতে হবে। তারা আমাদের সমর্থক এবং ভেতরে অবশ্যই তাকে আমাদের সমর্থন দিতে হবে। আমরা চাই সে যাতে তার সেরাটা দিয়েই মৌসুম শেষ করতে পারে। আমি নিশ্চিত সে এটা করতে পারবে।’
তবে বার্সেলোনায় নিজের পছন্দের জায়গায় খেলতে পারছেন না কৌতিনহো। লিভারপুলে উড়তে থাকা এ খেলোয়াড় দারুণ খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই। অথচ বার্সেলোনায় প্রায় সব ম্যাচেই তাকে খেলতে হচ্ছে উইঙ্গার হিসেবে।
Comments