ডাকসু নির্বাচন পর্যবেক্ষণ করতে ১০ শিক্ষকের আবেদন
ডাকসু নির্বচন পর্যবেক্ষণ করার অনুমতি চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক আবেদন জানিয়েছেন। চিফ রিটার্নিং অফিসারের কাছে করা এই আবেদনে ১১ মার্চ ভোটের দিন হলের ভেতরে পোলিং সেন্টার পর্যন্ত যাওয়ার অনুমতি চেয়েছেন যেখানে এখন পর্যন্ত কোনো পর্যবেক্ষকের যাওয়ার অনুমতি নেই।
আবেদনকারী শিক্ষকরা হলেন, গীতি আরা নাসরিন, কামরুল হাসান, ফাহমিদুল হক, তানজিমুদ্দিন খান, সামিনা লুৎফা, রুশাদ ফরিদি, কাজী মারুফুল ইসলাম, অতনু রব্বানি, তাহমিনা খানম ও সাজ্জাদ এইচ সিদ্দিকী।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে বিভিন্ন ছাত্রসংগঠন। তারা বলছেন, নির্বাচনের প্রক্রিয়া শুরুর পর থেকে তারা হলের বাইরে ভোটকেন্দ্র করাসহ যেসব দাবি তুলেছিলেন, সেগুলো মানা হয়নি। প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তে বরং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ লাভবান হয়েছে। এমন অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের ভেতরে একধরনের শঙ্কা কাজ করছে।
Comments