হাসান আজিজুল হক, মুর্তজা বশিরসহ স্বাধীনতা পদক পাচ্ছেন ১২ জন

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর বিশিষ্ট ১২ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
ছবি সৌজন্য: উইকিপিডিয়া

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর বিশিষ্ট ১২ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, শিল্পী মুর্তজা বশিরের মতো বরেণ্য ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন উদ্ভাবনের মাধ্যমে কৃষিক্ষেত্রে অবদান রেখে চলা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটকে এবার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার দিচ্ছে সরকার।

আজ রোববার মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনীতি) মোসাম্মাৎ নাসিমা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের মধ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে এবার সাতজনকে স্বাধীনতা পদকে ভূষিত করা হচ্ছে। এছাড়া বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন একই ক্যাটাগরিতে পদকপ্রাপ্তদের তালিকায় রয়েছেন।

এছাড়াও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে অবদানের জন্য পদক প্রাপ্তদের মধ্যে রয়েছেন, শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী (মরণোত্তর), শহীদ এটিএম জাফর আলম (মরণোত্তর), ডা: কাজী মেজবাহুন নাহার, মরহুম আব্দুল খালেক (মরণোত্তর), মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদ (মরণোত্তর)।

এর বাইরে চিকিৎসাবিদ্যায়- ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নূরুন্নাহার ফাতেমা বেগম, সমাজসেবা/জনসেবায় -ড. কাজী খলিকুজ্জামান আহমদ, গবেষণা ও প্রশিক্ষণে-অধ্যাপক ড. হাসিনা খাঁন স্বাধীনতা পদক পাচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দেবেন।

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh 2024

4 more die of dengue

660 patients were also hospitalised during this time

1h ago