টেইলরকে দুবার জীবন দেওয়ার খেসারত দিচ্ছে বাংলাদেশ
দিনের খেলার শুরুতেও আগের দিনের ঝাঁজ ধরে রেখেছিলেন আবু জায়েদ রাহি। তার বলে শুরুতেই দুবার ক্যাচ উঠল রস টেইলরের, দুবারই তা নিতে পারেননি ফিল্ডাররা। সেই টেইলরই সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ করে দিচ্ছেন কঠিন।
৩ উইকেটে ১৯৮ রান নিয়ে ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে গেছে কিউইরা। ৭৪ রান করে অধিনায়ক কেন উইলিয়ামসন ফিরলেও টানা দুবার জীবন পাওয়া টেইলর তুলেছেন ঝড়। দ্রুত রান উঠিয়ে সেঞ্চুরি তুলে বাংলাদেশের আক্ষেপ বাড়াচ্ছেন তিনি। ১৪ চার আর ৩ ছক্কায় ১০৭ বলে ১০৩ রান নিয়ে ব্যাট করছেন টেইলর।
অথচ দিনের একদম শুরুতে টেইলরকে কাবু করে ফেলেছিলেন রাহি। তার বলে ২০ রানে থাকা টেইলর প্রথমে শর্ট কাভারে ক্যাচ উঠিয়েছিলেন। তা নিতে পারেননি মাহমুদউল্লাহ। এর এক বল পরেই দ্বিতীয় স্লিপে টেইলরের ক্যাচ ফেলে দেন সাদমান ইসলাম। ওই ওভারে শেষ বলেও কোনমতে বেঁচেছিলেন পরাস্ত হওয়া এই ব্যাটসম্যান।
শুরুর এই জড়তা সময়ের সঙ্গেই কেটে যায় তার। ধীরে ধীরে মেলতে থাকেন ডানা, বাড়াতে থাকেন রান। চার-ছয়ে দ্রুত রান বাড়িয়ে বাংলাদেশকে রাখেন ব্যস্ত।
তৃতীয় উইকেটে উইলিয়ামসনের সঙ্গে তার ১৭২ রানের জুটিতেই সর্বনাশ হয়ে যায় বাংলাদেশের। ৭৪ করা উইলিয়ামসনকে ফিরিয়ে তাইজুল ইসলাম সে জুটি ভাঙলেও বাংলাদেশের রান ছাড়িয়ে দ্রুত একটা লিড পাওয়ার দিকে এগুচ্ছে স্বাগতিকরা।
Comments