বেশিরভাগ প্যানেলের ডাকসু নির্বাচন বর্জন
বিভিন্ন সংগঠনের প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে সংবাদ সম্মেলন করে ডাকসু নির্বাচন বর্জন করেছে। একই সঙ্গে তারা এই নির্বাচন বাতিল করে পুনতফসিল দাবি করেছেন।
আজ (১১ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্র ঐক্য প্যানেলের ডাকসুর সহ-সভাপতি পদপ্রার্থী লিটন নন্দী প্যানেলগুলোর পক্ষ থেকে এই ঘোষণা দেন।
সেসময় তিনি ডাকসু ও হল সংসদের পুননির্বাচনেরও দাবি জানান।
এছাড়াও, অপর এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
এদিকে, আগামীকাল (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন স্বাধিকার স্বতন্ত্র পরিষদ প্যানেলের জিএস পদপ্রার্থী এ আর এম আসিফুর রহমান।
আরও পড়ুন:
ডাকসুর ভিপি প্রার্থী নুরের ওপর হামলা
ডাকসুর ভিপি প্রার্থী লিটন নন্দীকে ধাওয়া
Comments