২২ এপ্রিল থেকে শুরু টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি

ছবি: ফিরোজ আহমেদ

ইংল্যান্ডে ৩০ মে থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের আসর। তবে এর আগেই আমেজ চলে এসেছে দলগুলোর মধ্যে। আগামী ৩০ এপ্রিলের মধ্যেই স্কোয়াড ঘোষণা করতে হবে দলগুলোকে। তাই এর আগেই ২২ এপ্রিল থেকে ২২-২৩ জনের প্রাথমিক দল নিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে এদিন অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বললেন, ‘বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সফর কে সামনে রেখে ২২ এপ্রিল থেকে আমাদের অনুশীলন শুরু হবে। আমরা ১৫ জন দল দিবই তা ছাড়া স্ট্যান্ড বাই খেলোয়াড়সহ ২২-২৩ জন কে নিয়ে অনুশীলন শুরু করবো। তবে আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে আমরা বাংলাদেশেই অনুশীলনটা করবো।’

শুরুতে দেশের মাটিতে অনুশীলন করলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা আগেই ইংল্যান্ডে পৌঁছাবে বাংলাদেশ। ৩০ মে থেকে বিশ্বকাপ শুরু হলে বাংলাদেশের প্রথম ম্যাচ ৬ জুন। অবশ্য এর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। আকরামের ভাষায়, ‘মের শুরুতে আয়রল্যান্ড সফরে যাব আমরা। তারপর ১৮ মে আমরা ইংল্যান্ড যাব। সেখানে ২৩ মে পর্যন্ত অনুশীলন করবো।’

তবে প্রাথমিক দল না দিয়ে শুরুতেই প্রায় পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলন করার কারণটাও জানান আকরাম, ‘আমাদের আগের যে নিয়ম ছিল ৩০ দলের একটা দল দিতে হতো। কিন্তু নতুন যে নিয়ম করেছে তা হলো, ৩০ এপ্রিলের মধ্যে আমাদের ১৫ জনের নাম দিতে হবে। তবে আমরা ২২ মে পর্যন্ত আমরা পরিবর্তন করতে পারবো। তবে ২২ মে‘র পর কোন খেলোয়াড় ইনজুরি হয়, তাহলে আমরা খেলোয়াড় পাঠাতে পারবো। আগে কিন্তু তা পাঠানো যেতো না।’

উপমহাদেশের বাইরে প্রায় প্রতি সিরিজের আগেই দুই একজন খেলোয়াড় ভিসা জটিলতায় পড়েন। কিন্তু বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য প্রায় সকল খেলোয়াড়দেরই বিসিবি ভিসা করে রাখবেন বলে জানান অপারেশন্স কমিটি প্রধান, ‘ভিসা নিয়ে অনেক সময় সমস্যা হয়। ফলে দ্রুত আমরা খেলোয়াড় পাঠাতে পারি না। তাই আমরা ৩০-৩৫ জনের ভিসা করে রাখবো।’

টেস্ট সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে আছে বাংলাদেশ দল। আর এদিকে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চলছে। শেষ হবে এপ্রিলের শেষ দিকে। তাই বিশ্রামের খুব একটা সময় মিলছে না টাইগারদের। যদিও জাতীয় দলের বেশ কিছু খেলোয়াড় প্রিমিয়ার লিগের শুরুতে বিশ্রাম নিবেন।

Comments

The Daily Star  | English

US urges China to keep Iran from shutting key trade route

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

1d ago