আবারো হারল শেখ জামাল

ছবি: সংগ্রহীত

দারুণ ঝলক দেখিয়ে প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি টুর্নামেন্টটা জিতে নিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু ওয়ানডে টুর্নামেন্টে খেলতে নেমেই যেন কি হয়ে গেল দলটির। আগের ম্যাচে নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হারের পর এবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষেও হেরেছে দলটি। শেখ জামালকে ৭ উইকেটের বড় ব্যবধানেই হারিয়ে আসরের প্রথম জয় পেল ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা শেখ জামালের শুরুটা ছিল ভয়াবহ। দলীয় ১৬ রানেই নেই তিন উইকেট। এরপর চতুর্থ উইকেটে রাকিন আহমেদকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তানবির হায়দার। ৪২ রানের জুটিও গড়েছিলেন। কিন্তু এ জুটি ভাঙতেই আবার নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ফলে ১৮০ রানেই গুটিয়ে যায় দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন আট নম্বরে ব্যাট করতে নামা ইলিয়াস সানি। ৬৪ বলে ৩টি চারের সাহায্যে এ রান করেন তিনি। রাকিন ৩৪ ও তানবির ৩২ রান করেন। ব্রাদার্সের পক্ষে ২৫ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান। ৩৫ রানের বিনিময়ে ৩টি উইকেট পেয়েছেন শাখাওয়াত হোসেনও। এছাড়া ২টি উইকেট নেনে অধিনায়ক মোহাম্মদ শরীফ।

লক্ষ্য তাড়ায় দলীয় ৩২ রানের ওপেনিং জুটি ভাঙে ব্রাদার্সের। এরপর দ্বিতীয় উইকেটে হামিদুল ইসলামের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন মিজানুর রহমান। এরপর ৩৭ রানের ব্যবধানে এ দুই ব্যাটসম্যান ফিরে গেলে ভারতীয় ব্যাটসম্যান চেরাগ জানিকে নিয়ে দলের হাল ধরেন ইয়াসির আলী। অবিচ্ছিন্ন ৭১ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন এ দুই ব্যাটসম্যান। ফলে ৩৬.৫ ওভারেই জয় পায় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন মিজানুর। ৭১ বলে ১০টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৬৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করে অপরাজিত থাকেন জানি। হার না মানা ৩২ রানের ইনিংস খেলেন দারুণ ছন্দে থাকা ইয়াসির আলী। শেখ জামালের পক্ষে ৩০ রানের খরচায় ২টি উইকেট নেন শহিদুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড: ৪৭.৫ ওভারে ১৮০ (ইমতিয়াজ ০, হাসানুজ্জামান ৬, রাকিন ৩৪, নাসির ৭, তানবির ৩২, সোহান ১৬, জিয়াউর ১২, ইলিয়াস ৪২, শহিদুল ১০, শাকিল ১৫, আফ্রিদি ১*; শরীফ ২/৩৫, মেহেদী ৩/২৫, নাঈম ০/২৪, জানি ০/২০, শরিফুল্লাহ ১/৪১, শাখাওয়াত ৩/৩৫)।

ব্রাদার্স ইউনিয়ন: ৩৬.৫ ওভারে ১৮৩/৩ (মিজানুর ৭১, জুনায়েদ ৮, হামিদুল ১৯, জানি ৫০*, ইয়াসির ৩২*; শহিদুল ২/৩০, শাকিল ০/৩২, জিয়াউর ০/২৫, আফ্রিদি ০/৩০, তানবির ১/৫১, নাসির ০/১৫)।

ফলাফল: ব্রাদার্স ইউনিয়ন ৩ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মিজানুর রহমান (ব্রাদার্স ইউনিয়ন)।

Comments

The Daily Star  | English
Bangladesh inflation rate update

Inflation declines to 8.48%, lowest in 27 months    

The easing was driven by declines in both food and non-food inflation

23m ago