ঢাবিতে ধর্মঘট, ক্লাস-পরীক্ষা বর্জন চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর বেশিরভাগ ভোট বর্জনকারী প্যানেলের ডাকে আজ (১২ মার্চ) সকাল থেকে ধর্মঘট ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচী চলছে।
Class Boycott
১২ মার্চ ২০১৯, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর বেশিরভাগ ভোট বর্জনকারী প্যানেলের ডাকে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রধর্মঘট ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচী চলছে। ছবি: পলাশ খান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর বেশিরভাগ ভোট বর্জনকারী প্যানেলের ডাকে আজ (১২ মার্চ) সকাল থেকে ধর্মঘট ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচী চলছে।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ঘুরে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আজ সকাল থেকে সেখানে কোনো ক্লাস অনুষ্ঠিত হতে দেখা যায়নি। শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় ক্যাম্পাসে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে, ডাকসু নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। নীলক্ষেত মোড়ে টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করে রেখেছে তারা। বাইরে থেকে কোনো শিক্ষার্থী, এমনকি শিক্ষকদেরও ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ঘটনাস্থল থেকে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ রাসেল বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে নুরের মতো কোনো শিবিরের লোককে আমরা ভিপি হিসেবে মেনে নেবো না।”

“এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না”, বলেও মন্তব্য করেন তিনি।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

2h ago