ডাকসুর গঠনতন্ত্র মেনে চলতে হবে: আখতারুজ্জামান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবিতে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ডাকা ছাত্র ধর্মঘট, বিক্ষোভ ও ক্লাস-পরীক্ষা বর্জনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেছেন, এখন ডাকসুর গঠনতন্ত্র মেনে চলতে হবে।
সব পক্ষের দাবির প্রেক্ষিতে ডাকসুর পুনর্নির্বাচনের সুযোগ রয়েছে কী না? এমন এক প্রশ্নের জবাবে উপাচার্য দ্য ডেইলি স্টারকে আজ (১২ মার্চ) বলেন, “আমাদের অবশ্যই নিয়মনীতি মেনে চলতে হবে।”
প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে উপাচার্য মো. আখতারুজ্জামান আরও বলেন, “নির্বাচন হয়ে গেছে। ফল ঘোষণাও হয়ে গেছে। গণতান্ত্রিক রীতিনীতি ও ডাকসুর গঠনতন্ত্র, এগুলো নিয়েই এখন আমাদের চলতে হবে।”
ডাকসু নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে প্রায় সবগুলো প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে পুননির্বাচনের দাবিতে বিক্ষোভ চলার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে এমন বক্তব্য এলো।
এদিকে, গতকালের ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হওয়া কোটাসংস্কার আন্দোলনের নেতা নূরুল হক নুরকে বয়কট করে, ভিপি পদে পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। নীলক্ষেত মোড়ে টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করে রাখা হয়। বাইরে থেকে কোনো শিক্ষার্থী, এমনকি শিক্ষকদেরও ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
অপরদিকে, ডাকসু নির্বাচনের পর বেশিরভাগ ভোট বর্জনকারী প্যানেলের ডাকে আজ সকাল থেকে ক্যাম্পাসে ধর্মঘট ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচী চলছে।
উল্লেখ্য, ডাকসুর সর্বশেষ সংশোধিত গঠনতন্ত্রের ৮(এম) ধারায় বলা আছে, “নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ ফলাফল প্রকাশের সুস্পষ্ট তিনদিনের ভেতর সভাপতির নিকট উপস্থাপন করা যাবে এবং সভাপতির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো আইনি আদালতের রায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে না।”
Comments