রকিবুলের দারুণ ইনিংসে জিতল মোহামেডান
বোলারদের সম্মিলিত প্রয়াসে খেলাঘরকে মাঝারি পূঁজিতে বেধে রেখেছিল মোহামেডান। তবে রান তাড়ায় নেমে দল পড়ে গিয়েছিল চাপে। আরেক প্রান্তের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে তীরে ভেড়ান অধিনায়ক রকিবুল হাসান।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২২৫ রান করেছিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ৪ বল বাকি থাকতে ওই রান রকিবুলের ব্যাটে টপকে ৪ উইকেটে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
সকালে খেলাঘরকে ব্যাট করতে পাঠিয়ে চেপে ধরেছিল মোহামেডান। কাজী অনিকের জোড়া আঘাতের পর খেলাঘরের ইনিংস চেপে ধরেন সোহাগ গাজী। এরমধ্যে ৮৭ রানের ইনিংস খেলে দলকে স্বস্তি দেন মোসাদ্দেক ইফতিখার।
মাঝারি লক্ষ্যে মোহামেডানের শুরুটা হয়েছিল ভালো। ৬৪ রানের উদ্বোধনী জুটির পর ফেরেন অভিষেক মিত্র। ৪ রান পরে বিদায় নেন আব্দুল মজিদও। ইরফান শুক্কুর আর মোহাম্মদ আশরাফুলের ব্যাটও হাসেনি। ১২২ রানেই তাই পড়ে যায় ৪ উইকেট। বেড়ে যাউ আস্কিং রান রেটও। ছয়ে নেমে ৩৮ বলে ৩৯ করে দলকে খেলায় রেখে যান নাদীফ চৌধুরী। তিনি ফেরার পর সোহাগ গাজীও তড়িঘড়ি ফিরলে বিপদ বেড়ে যায় মোহামেডানের।
তবে শঙ্কার মেঘ একাই কাটিয়েছেন রকিবুল। ৮৮ বলে ৮ চার আর ১ ছক্কায় ৮৪ করে দলকে জিতিয়ে অপরাজিত ছিলেন তিনি। শেষ ওভারে ৯ রানের প্রয়োজনীয়তা ছয় আর চারে মিটিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর:
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৪৭.৩ ওভার ২২৫ (রবি ১৯, অঙ্কন ১০, অমিত ৩৭, মোসাদ্দেক ইফতিখার ৮৭, মানরিয়া ২৬, নাজিমউদ্দিন ১২, মইনুল ৩, মাসুম ১, রবিউল ৭, ইরফান ৪, তানবীর ০ ; শফিউল ১/৩৩ আলাউদ্দিন ২/৪২, কাজি ২/১৯, সোহাগ ৩/৪১, বিপুল ০/৩৭, আশরাফুল ১/৪৪)
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৪৯.২ ওভারে ২২৮/৬ (অভিষেক ২৭, মজিদ ৪০, ইরফান ১৬, রকিবুল ৮৮* , আশরাফুল ১০, নাদিফ ৩৯, গাজী ৫, আলাউদ্দিন ২* ; রবিউল ২/৪১, রবি ১/৩১, ইরফান ০/৫৫, তানবীর ২/৪১, মাসুম ১/৩৫ , ইফতিখার ০/১০, মইনুল ০/১৫)
ফল: মোহামেডান ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রকিবুল হাসান।
Comments