তিনশ তাড়া করে দোলেশ্বরের দারুণ জয়
আল-আমিন জুনিয়রের সেঞ্চুরি, সুদীপ চ্যাটার্জির ফিফটিতে তিনশ ছাড়ানো স্কোর পেয়েছিল প্রাইম ব্যাংক। বিকেএসপির ব্যাটিং বান্ধব উইকেটে ওই রান তাড়া করতে সাইফ হাসান, মার্শাল আইয়ুব, সাদ নাসিমের তিন ফিফটির পর ঝড় তুলে দলকে জিতিয়েছেন ফরহাদ রেজা।
মঙ্গলবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ৩০১ রান করেছিল প্রাইম ব্যাংক। ১০ বল হাতে রেখে ওই রান টপকে ৫ উইকেটে জিতেছে প্রাইম দোলেশ্বর।
৩০২ রানের লক্ষ্যে সৈকত আলি, ফরহাদ হোসেনরা পারেননি ভালো শুরু আনতে। কিন্তু ওপেনার সাইফ হাসান দেখান ঝলক। মার্শাল আইয়ুবের সঙ্গে তার ১১৫ রানের জুটিতে ম্যাচে প্রভাব আনে দোলেশ্বর। ১০২ বলে ৮৫ করা সাইফকে ফিরিয়ে ব্রেক থ্রো এনেছিলেন অলক কাপালী। কিন্তু পাকিস্তানি সাদ নাসিম নেমে খেলেন ৪৭ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস। শেষ দিকে ১৫ বলে ৩৫ রানের তাণ্ডবে ম্যাচ শেষ করে দিয়ে আসেন ফরহাদ।
সকালে প্রাইম ব্যাংককে ব্যাট করতে পাঠিয়ে শুরুতেই চেপে ধরেছিল দোলেশ্বর। ৫২ রানে দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছিলেন ফরহাদ রেজা, এনামুল হক জুনিয়ররা। কিন্তু তৃতীয় উইকেটে সেই চাপ সরান ভারতীয় সুদীপ আর আল-আমিন। দুজনের মধ্যে ১১০ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় প্রাইম। সুদীপ ৫৭ করে আউট হলেও আল-আমিন থামেন সেঞ্চুরির পর। তবে শেষের দিকে আর কেউ দাঁড়াতে না পারায় ৩০১ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ৩০১/৮ (এনামুল ২৮, রুবেল ৪, সুদীপ ৫৭, আল-আমিন ১১১, জাকির ৩৬, আরিফুল ২৮, অলক ১২, নাজমুল ৫*, মনির ১ ; সানি ২/৩৪। ফরহাদ ২/৪৩, এনামুল ১/৪৫, মাহমুদুল ০/৩২, সৈকত ২/৪৬, সাদ ০/৭৭, তাইবুর ০/২০)
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ৪৮.২ ওভারে ৩০২/৫ (সাইফ ৮৫, সৈকত ৭, ফরহাদ ২৪, মার্শাল ৭৬, সাদ ৬৪, ফরহাদ ৩৫*, তাইবুর ৬ ; আল-আমিন হোসেন ০/৫৩, মনির ২/৪৩, রাজ্জাক ০/৬৮, আরিফুল ২/৫১, রুবেল ০/৩২, অলক ১/৪৫, সুদীপ ০/১০)
ফল: প্রাইম দোলেশ্বর ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাদ নাসিম।
Comments