রোনালদোর হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জুভেন্টাস
চ্যাম্পিয়ন্স লিগ মানেই ক্রিস্টিয়ানো রোনালদোর দাপট। আর সেটা যদি হয় নকআউট রাউন্ড তাহলে তো কথাই নেই। নক আউট রাউন্ড, দল চাপে এসব পরিস্থিতিই যেন রোনালদোর বেশি পছন্দ। রিয়াল মাদ্রিদের হয়ে অনেকবার যা করেছেন এবার জুভেন্টাসের হয়ে তা করে দেখালেন। দারুণ হ্যাটট্রিকে অ্যাটলেটিকো মাদ্রিদকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে তুলেছেন জুভেন্টাসকে।
জুভেন্টাসের ঘরের মাঠে মঙ্গলবার রাতের শেষ ষোলর ফিরতে ম্যাচ পরিণত হয় রোনালদো ম্যাজিকে। প্রতিপক্ষকে গুঁড়িয়ে ৩-০ তে এই ম্যাচ জিতে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পরের রাউন্ডে উঠেছে ইতালিয়ান জায়ান্টরা।
ম্যাচের শুরু থেকেই একচেটিয়া দাপটে অ্যটটিকোকে কোণঠাসা করে দেন রোনালদোরা। হাঁসফাঁস করতে থাকা অ্যাটলেটিকোর জালে ২৭ মিনিটে প্রথম পেরেক টুকেন রোনালদো। ফেদরিকো বের্নাডোস্কির ক্রস থেকে হেডে জালে পাঠান পাঁচবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।
বিরতির পর ৪৯ মিনিটে আরেকবার হেডে গোল করে ব্যবধান নেন ২-০। এই গোলের মাধ্যমে দুই লেগ মিলিয়ে সমতায় ফিরে তুরিনের ওল্ড লেডি।
৮৬ মিনিটে আসে মাহেন্দ্রক্ষণ। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়া বের্নাডোস্কিকে ফেলে দিলে পেনাল্টি পায় জুভেন্টাস। সেই পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক ও দলের পরের রাউন্ড নিশ্চিত করেন রোনালদো।
Comments