ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে আমরণ অনশনে যোগ দিলেন আরও ২ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে অস্বচ্ছ ও কর্তৃপক্ষের মনগড়া হিসেবে উল্লেখ করে অবিলম্বে পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে পুনর্নির্বাচনের দাবিতে গতকাল (১২ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছিলেন চার বিক্ষুব্ধ প্রার্থী। এবার তাদের সঙ্গে আরও দুই শিক্ষার্থী যোগ দিয়েছেন।
তারা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাফিয়া তামান্না এবং পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল মাহমুদ তাহা।
আমরণ অনশনে বসা নিয়ে রাফিয়া তামান্না আজ (১৩ মার্চ) দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “যে প্রহসনের নির্বাচন হয়েছে, তা মানি না, বর্জন করেছি। পুনঃতফসিল ও পুনর্নির্বাচনের দাবিতে আগে আমরণ অনশনে যারা বসেছেন সঙ্গে গতরাত সাড়ে ৮টা থেকে আমিও যোগ দিয়েছি।”
আল মাহমুদ তাহা বলেন, “ডাকসু নিয়ে আমাদের আশা-ভরসা সব শেষ হয়ে গেছে। তবে, আমরা এখানেই থেমে যাবো না।”
এর আগে, গতকাল বিকেল ৫টা থেকে যারা আমরণ অনশনে বসেছিলেন তারা হলেন- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাওহীদ তানজিম, পপুলেশন সায়েন্সে বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মাঈন উদ্দিন, পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শোয়েব মাহমুদ, দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিন্দ্য মণ্ডল।
তাদের দাবি, গত ১১ মার্চের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট ডাকাতির সঙ্গে জড়িত দায়িত্বপ্রাপ্ত সবাইকে অবিলম্বে তফসিল ঘোষণার পূর্বেই পদত্যাগ করতে হবে। এছাড়াও, অবিলম্বে এই ডাকসু ও হল সংসদ নির্বাচন বাতিল করে পুনঃতফসিলের মাধ্যমে কেন্দ্রীয় ও হল সংসদের সকল পদে পুনর্নির্বাচন দিতে হবে।
আরও পড়ুন:
Comments