বড় চ্যালেঞ্জের মোকাবেলার ডাক দিয়ে প্রার্থী তালিকা প্রকাশ মমতার

mamata banerjee
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি। ফাইল ছবি

নতুন আট মুখকে দলে নিয়ে পুরনো আট সাংসদকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি ১৭তম লোকসভা নির্বাচনের তার দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। গত ১২ মার্চ স্থানীয় সময় বিকাল চারটায় কালীঘাটের নিজের বাড়িতে দলীয় বৈঠক সেরে সাংবাদিক বৈঠকে তালিকা প্রকাশ করেন।

অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাত জাহানকে প্রার্থী করে চমক দেওয়ার চেষ্টা করলেও মমতা প্রার্থী তালিকা ঘোষণার আগে এই নির্বাচনকে বড় চ্যালেঞ্জ বলে দাবি করেন। দেশজুড়ে বিভেদ ও বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে, এই রকম পরিবেশ অতীতে কোনও দিনও দেখা যায়নি যোগ করেন মমতা।

বলেন, “৪২ আসনের ৪২টি আসনের আমাদের টার্গেট। তাই যারা আছেন কিংবা যারা নানা কারণে প্রার্থী হতে পারেননি সবাই মিলেই আমরা কাজ করবো।” এর আগে মমতা এও বলেন, এবার তৃণমূল কংগ্রেস ৪১ শতাংশ নারী প্রার্থী হচ্ছেন। এটা ভাবতেও তার ভালো লাগছে।

বাদ পড়েছেন সেই দলের প্রাক্তন তারকা সাংসদ সন্ধ্যা রায়, তাপস পাল, সুগত বোস, ইদ্রিস আলি, সুব্রত বক্সি, পার্থ প্রতিমরায়সহ ৮ জন।

তবে বাদ পড়ার আশঙ্কা থাকলেও এবারও প্রার্থী হয়েছেন অভিনেতা দীপক অধিকারী দেব, মুনমুন সেন, অপরাজিতা পোদ্দার। এবারও তাদের প্রার্থী করেছেন মমতা।

সেলিব্রেটি প্রার্থীদের মধ্যে এবার মিমি চক্রবর্তী যাদবপুর এবং বসিরহাট থেকে লড়বেন তৃণমূলের হয়ে। দুজনই টালিগঞ্জের ব্যস্ততম অভিনেত্রী।

এক নজরে প্রার্থী তালিকা:

দার্জিলিং: অমর সিংহ রাই। কোচবিহার: পরেশচন্দ্র অধিকারী। জলপাইগুড়ি: বিজয়চন্দ্র বর্মণ। আলিপুরদুয়ার: দশরথ তিরকে। রায়গঞ্জ: কানাইয়ালাল অগ্রবাল। বালুরঘাট: অর্পিতা ঘোষ। মালদহ উত্তর: মৌসম বেনজির নুর। মালদহ দক্ষিণ: মোয়াজ্জেম হোসেন। মুর্শিদাবাদ: আবু তাহের। জঙ্গিপুর: খলিলুর রহমান। বহরমপুর: অপূর্ব সরকার। কৃষ্ণনগর: মহুয়া মৈত্র। রানাঘাট: রূপালি বিশ্বাস। বনগাঁ: মমতাবালা ঠাকুর। বসিরহাট: নুসরত জাহান। বারাসাত: কাকলি ঘোষ দস্তিদার। ব্যারাকপুর: দীনেশ ত্রিবেদী। দমদম: সৌগত রায়।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

1h ago