রোনালদো যা করেছে তা দুর্দান্ত: মেসি

আগের দিন অবিশ্বাস্য এক ম্যাচ খেলে জুভেন্টাসকে প্রায় একাই কোয়ার্টার ফাইনালে তুলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পরেরদিন প্রায় একই কীর্তি করলেন লিওনেল মেসি। তবে মেসির চেয়ে পর্তুগিজ তারকার কাজটা ছিল কয়েকগুণ কঠিন। এমনটা করতে পারবেন তা ভাবতে পারেননি মেসিও। এমন কীর্তিতে বিস্মিত বার্সা অধিনায়ক। তাই রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসাই করতেও দ্বিধা বোধ করেননি এ আর্জেন্টাইন।
messi and ronaldo
ফাইল ছবি: এএফপি

আগের দিন অবিশ্বাস্য এক ম্যাচ খেলে জুভেন্টাসকে প্রায় একাই কোয়ার্টার ফাইনালে তুলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পরেরদিন প্রায় একই কীর্তি করলেন লিওনেল মেসি। তবে মেসির চেয়ে পর্তুগিজ তারকার কাজটা ছিল কয়েকগুণ কঠিন। এমনটা করতে পারবেন তা ভাবতে পারেননি মেসিও। এমন কীর্তিতে বিস্মিত বার্সা অধিনায়ক। তাই রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসাই করতেও দ্বিধা বোধ করেননি এ আর্জেন্টাইন।

প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে ০-২ গোলে হেরে দেশে ফিরেছিল জুভেন্টাস। দ্বিতীয় লেগ নিজেদের মাঠে হলেও প্রতিপক্ষ অ্যাতলেটিকো বলেই কাজটা বেশ কঠিন ছিল। আর সে কাজ বেশ সহজেই করে দিলেন রোনালদো। তিনটি গোল করেছেন এ পর্তুগিজ তারকা। রোনালদোর প্রশংসায় তাই মেসি বলেন, 'যেটা ক্রিস্তিয়ানো রোনালদো এবং জুভেন্টাস করেছে সেটা দুর্দান্ত। আমি ভেবেছিলাম অ্যাতলেটিকো মাদ্রিদকে হারানো অনেক কঠিন হবে। রোনালদো তিনটি দিয়ে জাদুকরী একটি রাত কাটিয়েছে।'

এদিকে শেষ চারের লড়াইয়ে হয়তো রোনালদোর জুভেন্টাসের মুখোমুখি হতে পারে বার্সেলোনা। আর এমনটা হলে আরও একটি মেসি-রোনালদো দ্বৈরথ দেখতে পারবে ফুটবল বিশ্ব। আর কাজটা কঠিন হয়ে যাবে বার্সেলোনার জন্য। কিন্তু এমনটা ভাবছেন না মেসি। সব প্রতিপক্ষকেই কঠিন বললেন তিনি, 'সব প্রতিপক্ষই এখানে জটিল। উদাহরণ হিসেবে দেখতে পারেন আয়াক্সকে। তারা প্রমাণ করেছে এক ঝাঁক তরুণদের নিয়ে তারা কাউকে ভয় পায় না। এটা অবশ্যই কঠিন হবে যাদের বিপক্ষেই মাঠে নামি না কেন। আমাদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।'

আগের দিন দারুণ জয় পেয়েছে বার্সেলোনাও। অলিম্পিক লিঁও মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরার পর নিজেদের মাঠে জয় পেতে হতো দলটিকে। ৫-১ গোলের ব্যবধানে লিঁওকে উড়িয়ে দিয়েই কোয়ার্টার ফাইনালের টিকেট কাটে দলটি। ম্যাচে জোড়া গোল দিয়েছেন মেসি। আরও দুটি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। তবে ম্যাচের এক পর্যায়ে ব্যবধান এক গোল করে ফেলেছিল লিঁও। সামান্য উনিশ বিশ হলেই ফলাফল হতে পারতো ভিন্ন। তবে ভাগ্য সঙ্গে ছিল বলেই কাজটা সহজ হয়েছে বলে জানান মেসি।

'আমরা ম্যাচের শুরু থেকেই বলের দখলে গিয়েছি এবং ভালো নিয়ন্ত্রণ করেছি। যখন তারা ব্যবধান ২-১ করে ফেলেছিল তখন আমরা কিছুটা শঙ্কায় পরেছিলাম। সেটপিসে আমরা এটা কঠিন করে ফেলেছি। এরপর তারা আর কিছু করতে পারেনি। সৌভাগ্যবশত এরপর আমরা ব্যবধান ৩-১ করে ফেলি এবং আমরা আবার শান্ত হই। তৃতীয় গোলটা কিছুটা সাসপেন্স ছিল। সৌভাগ্যক্রমে এটা হয়ে গেছে। এরপর আমরা অনেক জায়গা পেয়েছি। আমরা দ্রুত এসেছি, কাউন্টার অ্যাটাক করেছি।' - লিঁওর বিপক্ষে পাওয়া জয় নিয়ে বলেন মেসি।

Comments