‘রোকেয়া হলের প্রাধ্যক্ষকে অবশ্যই পদত্যাগ করতে হবে’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদাকে অবশ্যই পদত্যাগ করতে হবে বলে দাবি করেছেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেলের নবনির্বাচিত ভিপি (সহ-সভাপতি) নুরুল হক নুর।
আজ (১৪ মার্চ) দুপুরে রোকেয়া হলের প্রধান ফটকে অনশনরত শিক্ষার্থীদের প্রতি একাত্মতা প্রকাশ করতে এসে তিনি গণমাধ্যমকে বলেন, “আমি মনে করি, শিক্ষক হিসেবে তিনি (অধ্যাপক জিনাত হুদা) তার নৈতিকতার পরিচয় দিতে পারেননি। উনি এই পদে থাকার যোগ্য নন।”
“এই হলের প্রাধ্যক্ষকে (অধ্যাপক জিনাত হুদা) অবশ্যই পদত্যাগ করতে হবে,” যোগ করেন নুর।
এছাড়াও তিনি বলেন, “প্রশাসনের কাছে অনুরোধ জানাবো- ছাত্রদের দাবানল জ্বলে উঠার আগেই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে (নির্বাচনে অনিয়মের বিষয়ে) আপনারা তাদের বিষয়ে ব্যবস্থা নিবেন।”
অনশনরতদের লক্ষ্য করে তিনি বলেন, “আজকে যারা আন্দোলন করছেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এর আগেও আমরা দেখেছি- কোটাসংষ্কার আন্দোলনে সময় হুমকি দেওয়া হয়েছিলো ও হয়রানি করা হয়েছিলো।”
“আমরা ছাত্রদেরকে সঙ্গে নিয়ে এর উচিত জবাব দিয়েছি” বলেও জানান তিনি।
নবনির্বাচিত ভিপি বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই- শিক্ষার্থীদের জন্যে এই বিশ্ববিদ্যালয়। সুতরাং তাদের ওপরে কোনো স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তাহলে শিক্ষার্থীরা তা প্রতিহত করবে।”
আরও পড়ুন:
Comments