চ্যাম্পিয়ন্স লিগে নিষিদ্ধ হতে পারেন রোনালদো

ছবি: এএফপি

সিরিএ’তে টানা সাত মৌসুম ধরে চ্যাম্পিয়ন জুভেন্টাস। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে মিলছে না সাফল্য। তবে চলতি মৌসুমে ক্রিস্তিয়ানো রোনালদোকে ঘিরে স্বপ্ন দেখছে দলটি। কিন্তু তাতেও লেগেছে ধাক্কা। কারণ চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন রোনালদো। অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে বাজে অঙ্গভঙ্গীর কারণে নিষেধাজ্ঞায় পড়তে পারেন এ পর্তুগিজ তারকা। এমন সংবাদই প্রকাশ করেছেন ইতালির শীর্ষস্থানীয় গণমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্ত।

ইতালিয়ান পত্রিকাটির মতে রোনালদোর উদযাপন নিয়ে তদন্ত করবে উয়েফা কর্তৃপক্ষ। যদিও একই রকম উদযাপন করে ২০ হাজার পাউন্ড জরিমানা গুনেছিলেন অ্যাতলেটিকো মাদ্রিদ কোচ দিয়াগো সিমিওনি। তবে রোনালদোর প্রসঙ্গটা কিছুটা হলেও ভিন্ন। যদি অ্যাতলেটিকো মাদ্রিদের সমর্থক কিংবা কোচকে উদ্দেশ্য করে এমনটা করে থাকেন তাহলে নিষেধাজ্ঞায় পড়তে পারেন রোনালদো। আর প্রতিশোধমূলক আচরণ প্রমাণ হলে নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও হতে পারে তার।

শেষ আটের লড়াইয়ের প্রথম লেগে ঘরের মাঠে অ্যাতলেটিকোর বিপক্ষে ০-২ গোলের ব্যবধানে হেরে যায় জুভেন্টাস। কিন্তু পরের লেগে রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে জয় নিয়েই কোয়ার্টার ফাইনালে নাম লেখায় তারা। অবিশ্বাস্য এ কীর্তি গড়ে সিমিওনিকে অনুকরণ করে উদযাপন করেন এ পর্তুগিজ তারকা। স্বাভাবিকভাবেই বিষয়টি দৃষ্টিকটু লেগেছে সবার। আর এর তদন্তে নেমেছে চ্যাম্পিয়ন্স লিগ কর্তৃপক্ষ।

চলতি আসরে এর আগেও একবার নিষেধাজ্ঞায় পড়েছিলেন রোনালদো। আসরের অভিষেক দিনেই সরাসরি লাল কার্ড দেখেন রোনালদো। ভাগ্য সঙ্গে থাকায় নিষিদ্ধ হয়েছিলেন কেবল এক ম্যাচই। সরাসরি লাল কার্ড দেখলে শাস্তি সর্বোচ্চ তিন ম্যাচ নিষেধাজ্ঞা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে আচমকা মেজাজ হারিয়ে খানিকটা জোরেই মুরিলো মাথায় হাত দিয়ে ধাক্কা দেন পর্তুগিজ তারকা। পরে রেফারি অফিসিয়ালের সঙ্গে কথা বলে লাল কার্ড দেখা পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ খেলোয়াড়কে।

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal set to export 40mw power to Bangladesh via India today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

4h ago