নতুন নির্বাচন দেওয়ার এখতিয়ার আমার নেই: রোকেয়া হল প্রাধ্যক্ষ

রোকেয়া হলের প্রাধ্যক্ষ জিনাত হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সংবাদ সম্মেলন করেন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে রোকেয়া হল সংসদে পুনঃনির্বাচন দেয়ার এখতিয়ার হল প্রাধ্যক্ষের নেই বলে মন্তব্য করেছেন ওই হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা।

দুপুর সাড়ে ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. জিনাদ হুদা বলেন, ১১ তারিখ নির্বাচনের আগের দিন বিশ্ববিদ্যালয় থেকে ৬টি ব্যালট বাক্স এবং ৩টি ট্রাংকসহ  ডাকসুর জন্য ৪৬০৮টি এবং হল সংসদের জন্য ৪৬৩৮টি ব্যালট পেপার সরবরাহ করা হয়। ভোটের দিন ৬টি ব্যালট বাক্স ভোট কেন্দ্রে রাখা হয়। আর বাকি ৩টি ট্রাংক ২৬০৮টি ব্যালট পেপারসহ পাশের রুমে রাখা ছিল। এনিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরে ওইগুলো সব প্রার্থীকে দেখানোও হয়। সেগুলোতে কোন সিল মারা ছিল না।

আরও পড়ুন: রোকেয়া হলে লুকিয়ে রাখা ব্যালটপেপার উদ্ধার

এদিকে গতকাল রাত ৯টা থেকে চার দফা দাবিতে রোকেয়া হলের সামনে ৫ শিক্ষার্থীর অনশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি হলের হাউজ টিউটরদের মাধ্যমে ওদের খোঁজ-খবর নিয়েছি। আর হল কর্তৃপক্ষ বা আমার দ্বারা কারো বিরুদ্ধে কোন মামলা করা হয়নি।

Comments