ব্যাটে-বলের মুন্সিয়ানায় দলকে জেতালেন জিয়া
বোলারদের মুন্সিয়ানায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে মাত্র ১০৬ রানে অলআউট করে দিয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। কিন্তু ব্যাট করতে নেমে ওই রানও টপকাতে পারেনি তারা। ব্যাট হাতে শেখ জামালের ত্রাতা জিয়াউর রহমান মিডিয়াম পেস দিয়ে শাইনপুকুরকে ধসিয়ে দিয়ে এনেছেন দারুণ এক জয়।
বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলা হয়েছে লো স্কোরিং। আগে ব্যাট করে শেখ জামালের ১০৬ রানের জবাবে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে ১২ রানে হেরেছে শাইনপুকুর। তৃতীয় ম্যাচে শেখ জামালের এটি প্রথম জয়।
সকালে শেখ জামালকে ব্যাট করতে পাঠিয়ে চেপে ধরে শাইনপুকুর। পেসার শরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন আর স্পিনার সাব্বির হোসেন চেপে ধরেন প্রতিপক্ষকে। ৫০ রানে ৫ উইকেট খুইয়ে বসার পর নেমে দলকে একশো পার করান জিয়া। সর্বোচ্চ ৪১ রান আসে তার ব্যাট থেকে।
তবু পূঁজিটা যেহেতু ছিল খুব ছোট জেতার পাল্লা ভারি ছিল শাইনপুকুরেরই। আবার সেখানে নায়ক জিয়া। ১০ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন শাইনপুকুরকে। আরেক পেসার সালাউদ্দিন শাকিলও ছিলেন তেতে। ২১ রানে তিনি নিয়েছেন ৪ উইকেট।
এই দুজনের তোপে শাইনপুকুরের মাত্র তিন ব্যাটসম্যান পেরুতে পেরেছেন দুই অঙ্ক।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল ধানমন্ডি: ৩৫.১ ওভারে ১০৬ (ইমতিয়াজ ৬, ফারদীন ৩, বিস্ট ২২, নাসির ১৩, নুরুল ০, তানবীর ১৪, জিয়াউর ৪১, এনামুল ১, শহিদুল ০, শাহবাজ ১* শাকিল ০; শরিফুল ৩/২০, টিপু ০/২৩, দেলোয়ার ২/১৪, সোহরাওয়ার্দি ১/২১, সাব্বির ৪/২৮)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ২৯ ওভারে ৯৪ (উপুল ১৭, সাব্বির ২৬, আফিফ ২, তৌহিদ ৫, শুভাগত ৩, আমিত ৪, রাকিব ১, সোহরাওয়ার্দি ১৩, দেলোয়ার ৩, টিপু ১, শরিফুল ০* ; শহীদিল ১/৩২, এনামুল ০/৭, সালাউদ্দিন ৪/২১, শাহবাজ ০/৫, জিয়াউর ৫/২৩)
ফল: শেখ জামাল ধানমন্ডি ১২ রানে জয়ী।
Comments