শহিদুলের বিরুদ্ধে মামলার তদন্ত ৩ মাস স্থগিত

shahidul alam
আলোকচিত্রী শহিদুল আলম। ছবিটি তার ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া

আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার তদন্ত কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর পুরনো আইনটি বাতিল হয়ে যাওয়ায় এর ৫৭ ধারায় করা মামলাটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলার তদন্ত চলার বৈধতা চ্যালেঞ্জ করে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

মামলার তদন্তপ্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে শহিদুল গত ৩ মার্চ হাইকোর্টে রিট করেন।

শুনানির সময় শহিদুলের পক্ষে আইনজীবী এএফ হাসান আরিফ আদালতকে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন করার পর আইসিটি আইন বাতিল হয়ে যাওয়ার পরও বেআইনিভাবে শহিদুলের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করা হয়। আই মামলার তদন্ত স্থগিত করার আর্জি জানালে আদালত তিন মাসের জন্য তদন্ত স্থগিত করার আদেশ দেন।

তবে আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে থাকা আটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, নিম্ন আদালতে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগে তদন্ত প্রক্রিয়া স্থগিত করা যায় না।

গত ৫ আগস্ট শহিদুলকে ধানমন্ডির বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারায় মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। সাত দিনের রিমান্ড শেষে ১৩ আগস্ট ৬৩ বছর বয়সী বিশিষ্ট এই আলোকচিত্রীকে কারাগারে প্রেরণ করেন আদালত। এর পর ১০৭ দিন কারাভোগের পর শহিদুল গত ২০ নভেম্বর মুক্তি পান।

Comments

The Daily Star  | English

Nationwide combing operation launched to curb rising crime: home adviser

The adviser announced the decision after a meeting on law and order following a series of alarming incidents

45m ago