ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনায় টেস্ট বাতিল
ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট বাতিল করা হয়েছে। সেখানকার একটি মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হওয়ার পর এই ঘোষণা এলো।
নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন ক্রিকেটার ক্রাইস্টচার্চের হ্যাগলী ওভাল মাঠের কাছে আল-নূর নামের ওই মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। কিন্তু তারা ভেতরে প্রবেশ করার আগেই সন্ত্রাসী হামলার খবর পান।
নিউজিল্যান্ডে থাকা দ্য ডেইলি স্টারের প্রতিবেদক বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপদে থাকার খবর নিশ্চিত করেছেন।
নিজেদের নিরাপদ থাকার খবর দিয়েছেন মুশফিকুর রহিমও। ফেসবুকে নিজের পেজে জানিয়েছেন তারা সবাই নিরাপদে আছেন।
Comments