নিউজিল্যান্ডের ২ মসজিদে গুলি, নিহত অন্তত ৯, ক্রিকেটাররা নিরাপদ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত নয়জনের মৃত্যুর খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ হামলা থেকে বাংলাদেশি ক্রিকেটাররা নিরাপদ রয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
সামরিক বাহিনীর পোশাক পড়ে এসে এক ব্যক্তি স্বয়ক্রিয় রাইফেল দিয়ে আল নূর মসজিদে মুসল্লিদের ওপর এলোপাথারি গুলি ছোড়ে। সেসসয় নিউজিল্যান্ড সফররত বাংলাদেশি ক্রিকেটাররা সেই মসজিদে নামাজ পড়তে এসেছিলেন। দলের কোচ রয়টার্সকে জানিয়েছেন, দলের সবাই নিরাপদে রয়েছেন।
এদিকে, স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে হামলায় অন্তত নয় ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডের্ন এই হামলাকে ‘নিউজিল্যান্ডের ইতিহাসে একটি কলঙ্ক ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।
শুক্রবার জুমার নামাজ পড়তে বহু মুসল্লি মসজিদে এসেছিলেন। গুলি চলাকালে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরাও মসজিদে আসেন।
কমিশনার মাইক বুশ বলেন, “আসলে কী ঘটেছিলো তা নিয়ে আমরা কাজ করছি। এখন পর্যন্ত এটুকু বলতে পারি যে এ হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে।”
এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আরও কয়েকজন হামলাকারীর জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
“পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। তবে, এ কাজে ঝুঁকি অনেক,” যোগ করেন কমিশনার।
Comments