ভীতিকর পরিস্থিতিতে তামিমরা, ভাগ্যবান বলেই বেঁচেছেন

নিউজিল্যান্ডের মাঠে এখনও ভাগ্যকে সঙ্গে পায়নি বাংলাদেশ দল। তবে মাঠের বাইরে ভাগ্য সঙ্গে থাকায় বড় বাঁচা বেঁচে গেছেন টাইগাররা। ক্রাইস্টচার্চের কাছেই আল নুর মসজিদে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়। পাঁচ মিনিট আগে বাংলাদেশ দল সেখানে নামাজ আদায় করতে গেলে হয়তো ক্ষতির সম্মুখীন হতো মুশফিক-তামিমরাও। ফলে পুরো দল আতঙ্কের মধ্যে অবস্থান করছে বলে জানিয়েছেন মুশফিকুর রহিম। আর নিজেদের ভাগ্যবান মনে করছেন ওপেনার তামিম ইকবাল।
ছবি: মাজহার উদ্দিন

নিউজিল্যান্ডের মাঠে এখনও ভাগ্যকে সঙ্গে পায়নি বাংলাদেশ দল। তবে মাঠের বাইরে ভাগ্য সঙ্গে থাকায় বড় বাঁচা বেঁচে গেছেন টাইগাররা। ক্রাইস্টচার্চের কাছেই আল নুর মসজিদে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়। পাঁচ মিনিট আগে বাংলাদেশ দল সেখানে নামাজ আদায় করতে গেলে হয়তো ক্ষতির সম্মুখীন হতো মুশফিক-তামিমরাও। ফলে পুরো দল আতঙ্কের মধ্যে অবস্থান করছে বলে জানিয়েছেন মুশফিকুর রহিম। আর নিজেদের ভাগ্যবান মনে করছেন ওপেনার তামিম ইকবাল।

এ ঘটনায় দলের খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যেই তৃতীয় ও শেষ টেস্ট বাতিল ঘোষণা করা হয়েছে। যতো দ্রুত সম্ভব দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে। ঘটনার পর মুশফিক টুইট করেছেন, ‘আলহামদুলিল্লাহ, ক্রাইস্টচার্চের মসজিদে গুলি থেকে আল্লাহ আমাদের বাঁচিয়েছেন...আমরা ভীষণ ভাগ্যবান...আর কখনো এমন কিছু দেখতে চাই না। আমাদের জন্য দোয়া করুন।’

টুইট করেছেন দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালও, ‘বন্দুকধারীদের গুলি থেকে বেঁচে গেছে গোটা দল। ভীতিকর অভিজ্ঞতা, আমাদের জন্য প্রার্থনা করুন।’



বাংলাদেশ দলের পারফরম্যান্স ও স্ট্রাটেজিক বিশ্লেষক শ্রীনিবাস টুইট করেন, ‘বন্দুকধারীদের গুলি থেকে বেঁচে গিয়েছি! সবাই ভীষণ ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছে।’

এ ঘটনায় টুইট করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও, ‘ক্রাইস্টচার্চে ভয়াবহ ঘটনায় আক্রান্তদের প্রতি আমরা হৃদয় নিংড়ানো সমবেদনা জানাচ্ছি। দুই দেশের বোর্ডের যুগ্ম সিদ্ধান্তে হ্যাগলি ওভাল টেস্ট বাতিল করা হয়েছে। দুই দল এখন নিরাপদে।’

উল্লেখ্য, শুক্রবার হওয়ায় স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে যান বাংলাদেশের মুসলিম ক্রিকেটাররা। অনুশীলন শেষে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে ওই মসজিদে পৌঁছান। কিন্তু মসজিদে ঢুকতে গেলে স্থানীয় একজন তাদের নিষেধ করেন। সেখানেই জানা যায় মিনিট পাঁচেক আগেই সেখানে সন্ত্রাসী হামলা হয়েছে। তৎক্ষণাৎ দৌড়ে ফেরত আসেন হ্যাগলি ওভালে। সেখান থেকে টিম বাসে করে হোটেলে। তবে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৯ জন মারা গিয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড গণমাধ্যম।

Comments

The Daily Star  | English

Nothing wrong if people think new political party needed: Tarique

Only free, fair polls can ensure direct partnership between people and state, says BNP acting chairman

51m ago