নিউজিল্যান্ডের মসজিদে হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪০ এ দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন ২০জন।
Christchurch shooting
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর পুলিশের তল্লাশি অভিযান। ছবি: রয়টার্স

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪০ এ দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন ২০জন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে- এ ঘটনায় একজন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডের্ন বলেন, “আমাদের মনে হচ্ছে এই সন্ত্রাসী হামলায় ৪০জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন।”

উল্লেখ্য, আজ (১৫ মার্চ) ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও অপর একটি মসজিদে হামলা চালায় বন্দুকধারীরা।

আরও পড়ুন:

নিউজিল্যান্ডের ২ মসজিদে গুলি, নিহত অন্তত ৯, ক্রিকেটাররা নিরাপদ

মসজিদে গুলি চালানোর দৃশ্য ‘লাইভ’ করে হামলাকারী

রক্তাক্ত মহিলা সতর্ক না করলে সর্বনাশ হয়ে যেত ক্রিকেটারদের

ভীতিকর পরিস্থিতিতে তামিমরা, ভাগ্যবান বলেই বেঁচেছেন

তামিমের মেসেজে যেন প্রাণ ফিরে পেলেন স্ত্রী আয়েশা

ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনায় টেস্ট বাতিল

Comments