আমাদের দেশে এলে যে নিরাপত্তা দেই, আমরা সেটা পাই না: বিসিবি প্রধান

বাংলাদেশে এলে বিদেশি দলগুলোকে যে ধরণের নিরাপত্তা দেওয়া হয় সেটা তাদের দেশে সফরে গেলে পাওয়া যায় না বলে অনুযোগ করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়াতেও বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
Nazmul Hasan
বৃহস্পতিবার আবুধাবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান

বাংলাদেশে এলে বিদেশি দলগুলোকে যে ধরণের নিরাপত্তা দেওয়া হয় সেটা তাদের দেশে সফরে গেলে পাওয়া যায় না বলে অনুযোগ করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়াতেও বিস্ময় প্রকাশ করেছেন তিনি। 

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদের পৃথক হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ৪০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে হ্যাগলি ওভাল মাঠের কাছের মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। কিছুটা দেরিতে সেখানে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান তারা। 

সন্ত্রাসী হামলার ঘটনায় ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল করে বাংলাদেশ দলকে দ্রুত দেশে ফেরানোর খবর জানানোর সময় পুরো বিশ্বব্যাপী নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলেন বিসিবি প্রধান। 

শুক্রবার গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে নাজমুল বলেন ক্রাইস্টচার্চের এরকম ঘটনায় প্রস্তুত ছিল না সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী, 'আমাদের দেশে কেউ যখন আসে, তখন ওরা যে ধরনের নিরাপত্তার কথা বলে, যে ধরনের নিরাপত্তা দিতে হয় তাদের আমাদের, আমরা এখন পর্যন্ত এমন কিছু (নিরাপত্তা) পাইও নাই। সত্যি কথা বলতে আমরা এটা (নিরাপত্তা) নিয়ে জোরাজোরিও করি নাই। অন্যান্য দেশেও দেখেছি কেউ করেও না। 

'আপনি যদি পুরা জিনিসটা দেখেন, নিউজিল্যান্ড কিন্তু, আমার কাছে যেটা মনে হয়েছে, এই ধরনের ঘটনা ঘটতে পারে এমন কোন ধারনাই তাদের নাই। ওইখানে পুলিশের যে  সময়টা লেগেছে, এটাই তো অবাক করার মতন। আমার মনে হয় না আমাদের দেশে বা আশেপাশের কোন দেশে এমন কিছু হলে পুলিশ আসতে এত সময় লাগত। তো অবশ্যই আমার মনে হয়েছে ওরা হয়তো অপ্রস্তুত ছিল।'

নাজমুল বলেন সন্ত্রাসের বিষবাষ্প পুরো বিশ্বেই ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার ব্যাপারে সব দেশকেই সমান গুরুত্ব দেওয়ারও আহবান তার, 'আমার মনে হয় প্রত্যেকটা দেশকেই এখন সতর্ক হতে হবে। প্রত্যেকটা দলকেই আরও বেশি সতর্ক হতে হবে। ওদের হয়তো ধারনা থাকতে পারে এটা হয়তো উপমহাদেশে হতে পারে। ওদের এখানে হওয়ার সম্ভাবনা নেই। এই জিনিসটা কিন্তু এখন আর নেই।'

নিউজিল্যান্ডের মতো 'নিরাপদ' দেশে এমন ঘটনা ঘটে যাওয়ায় এবার থেকে যেকোনো সফরেই নিরাপত্তার ব্যাপারে বাড়তি ব্যবস্থা নিশ্চিতের কথাও জানান বিসিবি প্রধান,  'নিরাপত্তা যে রকম থাকার কথা ছিল (নিউজিল্যান্ডে) বা আমরা যেমন দিয়ে থাকি, ধারে কাছেও ছিল না। এবং এটা এখানে না। শুধু এখানে না, আমরা যে জায়গাই সফর করতে যাই আমরা তেমন কোন নিরাপত্তা দেখি না।' 

'এখন হয়তো এই ব্যাপারে আরও সতর্ক হবে। অন্যরা কি করবে জানি না। তবে আজকের ঘটনার পর এটা নিশ্চিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন থেকে যে দেশেই আমাদের দল যাক না কেন, আমাদের নূন্যতম নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা যারা দিতে পারবে তাদের ওখানেই আমরা খেলতে যেতে পারব এছাড়া খেলতে যাওয়া সম্ভব না।'

আরও পড়ুন:

দ্রুত দেশে ফিরিয়ে আনা হচ্ছে ক্রিকেটারদের

নিউজিল্যান্ডের মসজিদে হামলায় অন্তত ২ বাংলাদেশি নিহত

নিউজিল্যান্ডের মসজিদে হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০

ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় আইসিসির শোক প্রকাশ

মসজিদে গুলি চালানোর দৃশ্য ‘লাইভ’ করে হামলাকারী

রক্তাক্ত মহিলা সতর্ক না করলে সর্বনাশ হয়ে যেত ক্রিকেটারদের

সিনেমার মতো সে ঘটনার পূর্ণ বিবরণ দিলেন পাইলট

ভীতিকর পরিস্থিতিতে তামিমরা, ভাগ্যবান বলেই বেঁচেছেন

তামিমের মেসেজে যেন প্রাণ ফিরে পেলেন স্ত্রী আয়েশা

ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনায় টেস্ট বাতিল

Comments

The Daily Star  | English

S Alam sons: They used fake pay orders even to legalise black money

Ashraful Alam and Asadul Alam Mahir, two sons of controversial businessman Mohammed Saiful Alam, deprived the state of Tk 75 crore in taxes by legalising Tk 500 crore in undisclosed income, documents obtained by The Daily Star have revealed.

3h ago