ক্রাইস্টচার্চে মানুষ স্তব্ধ ও ব্যথিত

ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ৪৯ জন নিহত এবং ৪৭ জন আহত হওয়ার এই ঘটনায় শহরটি এখনও স্তব্ধ হয়ে আছে।

গত শুক্রবার নিউজিল্যান্ডে ঘটে যায় দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা। ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ৪৯ জন নিহত এবং ৪৭ জন আহত হওয়ার এই ঘটনায় শহরটি এখনও স্তব্ধ হয়ে আছে। সাধারণ মানুষ বোট্যানিক্যাল গার্ডেনে নিহতদের প্রতি ফুল ও কার্ড দিয়ে সমবেদনা জানাচ্ছেন, রাস্তায় লিখছেন তাদের ব্যথিত হওয়ার কথা।

বিস্তারিত দেখুন ভিডিওতে…

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

4h ago