শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে তার সরকার।
তিনি বলেন, “একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে আমরা বাংলাদেশ গড়ে তুলব, যাতে আগামী দিনে আজকের শিশুরা একটি সুন্দর জীবন পেতে পারে। আমরা এই লক্ষ্য অর্জনের জন্য কাজ করছি।”
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। কেউ ক্ষুধার্ত থাকবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, সবাই উন্নত জীবন পাবে। এটা নিশ্চিত করাই এখন আমাদের লক্ষ্য।”
দেশের শিশুদের কল্যাণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। এছাড়া মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনা বেতনের ব্যবস্থা করেন।
তিনি জানান, শিশুদের অধিকার রক্ষায় জাতিসংঘের আগেই ১৯৭৪ সালে শিশু আইন করেন বঙ্গবন্ধু।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু জন্মস্থান টুঙ্গিপাড়ায় শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে “বঙ্গবন্ধুর জন্মদিন, শিশু জীবন করো রঙিন”।
আলোচনায় সভায় সভাপতিত্ব করেন শিশু প্রতিনিধি ও গোপালগঞ্জের মালিকা একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী লামিয়া সিকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
Comments