নতুন করে ডাকসু নির্বাচন দাবি নুরের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর নতুন করে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছেন।
গত ১১ মার্চ যে নির্বচন হয়েছে তাতে ডাকসুর ভাবমূর্তি কলঙ্কিত হয়েছে উল্লেখ করে নুর বলেছেন, “ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না।” আজ রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন নুর।
গতকাল ডাকসু ও হল সংসদের অন্যান্য নেতাদের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর প্রথম সংবাদ সম্মেলনে পুরনো দাবির কথাই বললেন কোটা সংস্কার আন্দোলন থেকে ডাকসুর নেতৃত্বে আসা নুর।
ফল ঘোষণার পর থেকে নির্বাচন বর্জনকারী পাঁচ প্যানেলের নেতাদের সঙ্গে নুরও আগামী ৩১ মার্চের মধ্যে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছিলেন।
ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টিতে ডাকসুর গুরুত্বের কথা তুলে ধরে গতকালের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, “নেতৃত্ব গড়ে তোলার জন্য এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দেশে আবার একটা সুস্থ রাজনীতির ধারা ফিরে আসবে।”
“কে ভোট পেল, আর কে পেলনা সেটা কোন বড় কথা নয়, আমি চেয়েছি সুষ্ঠু একটা নির্বাচন হোক। ছাত্র-ছাত্রীরা যা চায় তাই হবে,” উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
Comments