জেলখানায় সবার ‘লক্ষ্য’ সেই হামলাকারী
গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গুলি চালিয়ে অন্তত ৫০ জনকে হত্যা করে হামলাকারী ব্রেনটন ট্যারান্ট এখন কারাগারে। কিন্তু, সেখানে এখন সে রয়েছে অপর বন্দিদের হামলার আশঙ্কায়।
আজ (১৮ মার্চ) এক প্রতিবেদন এ কথা জানিয়ে নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, ২৮ বছর বয়সী ব্রেনটন ট্যারান্টকে নিয়ে উদ্বিগ্ন অপরাধবিশেষজ্ঞরা।
কারাগারের এক ‘দলনেতা’ বিষয়টির ব্যাখ্যা না দিয়ে সংবাদমাধ্যমটিকে বলেছেন, “আমরা (এখানে) এক নতুন বন্ধু পেয়েছি।”
প্রথমজীবনে কারাগারে ছিলেন ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিশেষজ্ঞ গ্রেগ নিউবোল্ডের মন্তব্য, “হুমকিগুলোকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত।”
তিনি মনে করেন, জেলখানায় হামলাকারী চরম বিপদের মধ্যে রয়েছে। বলেন, “জেলাখানায় অনেক লোক রয়েছেন যারা ট্যারান্টকে টার্গেট করবে। কেননা, সেখানে অধিকাংশ কয়েদিই হচ্ছেন অশ্বেতাঙ্গ। আর ট্যারান্ট হচ্ছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ভাবধারার মানুষ।”
নিউবোল্ডের আশঙ্কা, কারাগারে ট্যারান্টকে “খুব সহজেই মেরে ফেলা হতে পারে।” তাই তাকে জনবিচ্ছিন্ন করে রাখা উচিত।
এমন পরিস্থিতিতে কারাগারের সংশোধন বিভাগের প্রধান কর্মকর্তা নেইল বিলেস নিশ্চিত করেছেন যে, ট্যারান্টকে একটি বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্যে রাখা হয়েছে।
Comments