শাহজালালে সোনার বারসহ সৌদি এয়ারলাইন্সের ২ ক্রু আটক
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বাসে লুকিয়ে ৩৬টি সোনার বার আনার ঘটনায় সৌদি এয়ারলাইন্সের দুই নারী ক্রুকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন শিমুল জানান, আটক হওয়া দুই নারী ক্রু হলেন সায়মা আক্তার ও ফারজানা আফরোজ। গতকাল দিবাগত রাত দুইটার দিকে সৌদি এয়ারলাইনসের এসভি-৮০২ ফ্লাইটে করে বিমানবন্দরে অবতরণের পর তাদের আটক করা হয়।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক কর্তৃপক্ষ ও বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা এই দুই নারী ক্রুকে তল্লাশি করে।
এসময় সায়মা আক্তারের কাছ থেকে ২৬টি এবং ফারজানা আফরোজের কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। তারা অন্তর্বাসে লুকিয়ে এই সোনার বারগুলো আনেন বলে এপিবিএন সূত্র জানায়।
Comments