ঢাবি উপাচার্যের কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের অবস্থান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত প্রার্থী ও শিক্ষার্থীরা।
আজ (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে তারা একটি প্রতিবাদী মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সমর্থিত প্রার্থীরা মিছিলে নেতৃত্ব দেন।
পরে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানেই অবস্থান করছিলেন শিক্ষার্থীরা। এসময় স্লোগান দিয়ে ডাকসুর পুনর্নির্বাচন ছাড়াও উপাচার্যের পদত্যাগ, মামলা প্রত্যাহার ও হামলাকারীদের শাস্তি প্রদানেরও দাবি জানান তারা।
গতকাল রোববার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকের অবস্থান কর্মসূচিসহ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় ছাত্রলীগ ছাড়া নির্বাচনে অংশ নেওয়া অন্য সব সংগঠন।
এর আগে, গত ১৩ মার্চ তিনদিনের মধ্যে পুনঃতফসিলের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আল্টিমেটাম দেয় পাঁচ প্যানেল। ওইদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপিও জমা দেন তারা।
Comments