নতুন জীবনে বেদে নারীরা
সাভারের বেদেপল্লি। এক সময় সাপখেলা, তাবিজ-কবজ, সাপ বিক্রি এবং সিঙ্গা লাগানোই ছিলো সেখানকার বেদেদের প্রধান জীবিকা। সপ্তাহে একদিন সাপ বিক্রির হাটও জমতো এখানে। বংশ পরিক্রমায় প্রাপ্ত পুরনো পেশার সঙ্গে এখনো অনেকে জড়িত থাকলেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কেউ কেউ বেছে নিচ্ছেন নতুন জীবন।
পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়কে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে তৎকালীন ঢাকা জেলা পুলিশ সুপার ও বর্তমান (ডিআইজি প্রশাসন ও শৃঙ্খলা) হাবিবুর রহমান বেদে সম্প্রদায়ের পাশে দাঁড়ান। তার গড়া উত্তরণ ফাউন্ডেশন এবং সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে পর্যায়ক্রমে ২০০ বেদে নারীকে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তাদের কর্মসংস্থানের জন্য বেদেপল্লিতে গড়ে তোলেন উত্তরণ ফ্যাশন নামে একটি পোশাককারখানা। সেখানে কাজ করছেন অর্ধশত বেদে নারী।
নতুন জীবন পেয়ে খুশি বেদে নারীরা। সম্প্রতি, দ্য ডেইলি স্টারকে নিজেদের অভিমত জানিয়েছেন তারা।
বিস্তারিত দেখতে ক্লিক করুন ভিডিওটিতে
Comments