নেদারল্যান্ডসে ট্রামে বন্দুকধারীর হামলায় নিহত ৩
নেদারল্যান্ডসের ইউট্রেক্ট শহরে ট্রামে একজন বন্দুকধারীর হামলায় তিন জন নিহত ও আরও নয় জন আহত হয়েছেন। স্থানীয় সময় আজ সোমবার সকালে দেশটির মধ্যাঞ্চলীয় শহরটিতে এই হামলা হয়।
ইউট্রেক্ট পুলিশের বরাতে বর্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, সিটি সেন্টারের বাইরে যেখানে ট্রামে হামলা হয়েছে সেই এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। নিরাপত্তা বাহিনী ছাড়াও জরুরি পরিসেবা প্রদানকারীরা ঘটনাস্থলে রয়েছেন।
পুলিশ বলেছে, হামলাকারী সন্দেহে তারা তুর্কী বংশোদ্ভূত ৩৭ বছর বয়সী গোকেম তানিশ নামের এক ব্যক্তিকে খুঁজছেন। এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক থাকতে পারে। নিরাপত্তা সতর্কতা সর্বোচ্চ অবস্থায় রেখে শহরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে শহরে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশের মুখপাত্র জুস্ট ল্যান্সেজ বলেন, একটি ট্রামে বেশ কয়েকটি গুলি ছোড়া হয়েছে। ঘটনাস্থলে হেলিকপ্টার টহল দিচ্ছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় টিভি চ্যানেল আরটিভি ইউটরেক্টকে বলেছেন, বন্দুকধারীর মুখোমুখি হওয়া এক নারীকে তিনি মাটিতে পড়ে থাকতে দেখেছেন। এছাড়াও অনেককেই তিনি সেখান থেকে পালিয়ে যেতে দেখেছেন।
Comments